Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-12]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-12]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- সম্প্রতি সোমালিয়ার প্রধানমন্ত্রী পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- Hamza Abdi Barre

প্রশ্ন:-‘Unmesh’ নামে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো কোথায় ?

উত্তর:- হিমাচলপ্রদেশে

প্রশ্ন:-সম্প্রতি জল সংকটের কারণে শুকিয়ে গেল কি ?

উত্তর:- ইরাকের সাওয়া লেক

প্রশ্ন:-সম্প্রতি I2U2 Group গঠন করলো কোন কোন দেশ?

উত্তর:- ভারত, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং আমেরিকা যুক্তরাষ্ট্র

প্রশ্ন:- ২০২৮ সালের মধ্যে মহাকাশে সোলার পাওয়ার প্লান্ট তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে কোন দেশ?

উত্তর:- চীন

প্রশ্ন:- NATO Summit-এ প্রথমবার অংশ গ্রহণ করতে চলেছে কোন দেশ?

উত্তর:- জাপান

প্রশ্ন:- ৪৭তম GST কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হবে কোথায়?

উত্তর:- জম্মু-কাশ্মীরের শ্রীনগরে

প্রশ্ন:- ভারতে প্রথম রাজ্য হিসাবে “বালিকা পঞ্চায়েত” নামে ইনিশিয়েটিভ লঞ্চ করছে কোথায়?

উত্তর:- গুজরাট

প্রশ্ন:- 14th BRICS Summit হোস্ট করবে কোথায় ?

উত্তর:- চীনের ধানী শহর বেজিং

প্রশ্ন:-জল সংক্রান্ত সহযোগিতার জন্য ইজরায়েলের সাথে চুক্তি স্বাক্ষর করলো কোন রাজ্য সরকার?

উত্তর:- হরিয়ানা সরকার

প্রশ্ন:-Coursera Global Skills Report 2022-এ বিশ্বের মধ্যে কোন দেশ কততম স্থানে আছে?

উত্তর:- ভারতের স্থান ৬৮; প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড

প্রশ্ন:- U-17 Women’s orld Cup হোস্ট করবে কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী কে ?

উত্তর:- William Porterfield আয়ারল্যান্ডের ক্রিকেটা

প্রশ্ন:- Azadi Ka Amrit Mahotsav’ উদযাপন করতে ভারতের সমুদ্র সৈকত পরিষ্কার করা হবে?

উত্তর:- ৭৫টি

প্রশ্ন:- অগ্নিপথ স্কিমের আওতায় নির্বাচিত সেনাদের নামে ডাকা হবে?

উত্তর:- “অগ্নিবীর”

প্রশ্ন:- World Refugee Day পালন করা হয় কবে এবং এবছরের থিম কি ?

উত্তর:- ২০শে জুন; থিম হলো”Whoever, Whatever, Whenever. Everyone has a right to seek safety”

প্রশ্ন:- সম্প্রতি Equitas Small Finance Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে পুনরায় নিযুক্ত করা হল?

উত্তর:- বাসুদেবন পি.এন.

প্রশ্ন:- FIFA World Cup 2026 হোস্ট করবে কোন কোন দেশ?

উত্তর:- আমেরিকা, কানাডা ও মেক্সিকো

প্রশ্ন:- ‘Fujian’ নামে অ্যাডভান্স এয়ারক্রাফট ক্যারিয়ার লঞ্চ করলো কোন দেশ?

উত্তর:-চীন

প্রশ্ন:- অপারেশন “মহিলা সুরক্ষা”-র মাধ্যমে ১৫০ জন মহিলা ও বালিকাকে উদ্ধার করলো কোন সংস্থা?

উত্তর:- Railway Protection Force (RPF)

প্রশ্ন:- Total Renewal Power Capacity Addition 2021 তালিকায় কোন দেশ কততম স্থানে আছে?

উত্তর:- ভারতের স্থান তৃতীয়; প্রথমস্থানে চীন এবং দ্বিতীয় স্থানে আমেরিকা

প্রশ্ন:- মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে UN Women-এর সহযোগিতায় ৫ লক্ষ ডলার বিনিয়োগ করতে চলেছে কোন সংস্থা?

উত্তর:- LinkedIn

প্রশ্ন:- সম্প্রতি নিউ দিল্লিতে ‘Industrial Decarbonization Summit 2022 এর উদ্বোধন করলেন কে ?

উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকরি

প্রশ্ন:- সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য HomoSEP নামে রোবট তৈরি করলো কোন সংস্থা?

উত্তর:- IIT Madras

প্রশ্ন:- Pilibhit Tiger Protection Foundation’ গড়ে তোলার অনুমোদন দিল কোন রাজ্য?

উত্তর:- উত্তরপ্রদেশ

Leave a Comment