প্রশ্ন:- জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে?
উত্তর:- ১৬ই মার্চ
প্রশ্ন:- Oil India Ltd.-এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন কে?
উত্তর:- রণজিৎ রথ
প্রশ্ন:- সম্প্রতি চীনে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন ?
উত্তর:- প্রদীপ কুমার রাওয়াত
প্রশ্ন:- Air India-র চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- নটরাজন চন্দ্রশেখরন
প্রশ্ন:- ‘AQVERIUM’ নামে ভারতের প্রথম ডিজিটাল ওয়াটার ডাটা ব্যাঙ্ক লঞ্চ করা হয় কোথায় ?
উত্তর:- বেঙ্গালুরুতে
প্রশ্ন:- হরিয়ানার গুরুগ্রামে ভারতের প্রথম World Peace Centre প্রতিষ্ঠা করলো ?
উত্তর:- Ahimsa Vishwa Bharti (AVB)
প্রশ্ন:- BAFTA Award 2022-এ সেরা ছবির তকমা কে পেলেন ?
উত্তর:- The Power of the Dog
প্রশ্ন:- বৈদ্যুতিক যানবাহন কেনা এবং রেজিস্ট্রেশনের জন্য ‘My EV’ পোর্টাল লঞ্চ করেছিলেন কোন সরকার ?
উত্তর:- দিল্লি সরকার
প্রশ্ন:- ২০২২ ফেব্রুয়ারি মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন ভারতীয় কোন ক্রিকেটার?
উত্তর:- ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার
প্রশ্ন:- ২০২২ ফেব্রুয়ারি মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন কোন ক্রিকেটার?
উত্তর:- নিউজিল্যান্ডের ক্রিকেটার Amelia Kerr
প্রশ্ন:- বিশ্ব উপভোক্তা অধিকার দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ছিল?
উত্তর:- ১৫ই মার্চ; এবছরের থিম হলো “Fair Digital Finance”
প্রশ্ন:- ভারতের প্রথম মেডিকেল শহর কী?
উত্তর:- ‘Indrayani Medicity’ স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রের পুনেতে
প্রশ্ন:- সম্প্রতি চিলির কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন কে?
উত্তর:- Gabriel Boric Font
প্রশ্ন:- My11Circle কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন দুজন ক্রিকেটার নিযুক্ত হন?
উত্তর:- ক্রিকেটার শুবমান গিল ও রুতুরাজ গাইকয়ার
প্রশ্ন:- German a india এর কোন টেনিস খেলোয়াড় 2022 এ রুপোর পদক জিতলেন?
উত্তর:- লক্ষ্য সেন
প্রশ্ন:- ২০২২ কলকাতা বই মেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লেখা কটি বই প্রকাশিত হয় এবং যার মধ্যে উল্লেখ্য বই গুলি কী?
উত্তর:- ১২টি বই প্রকাশিত হয় যার মধ্যে উল্লেখ্য বই গুলি হল -খেলা হবে, কোভিডের দিনলিপি, দুয়ারে সরকার, বিধানসভায় মুখ্যমন্ত্রী ইত্যাদি
প্রশ্ন:- গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি বিল্ডিংয়ের উদ্বোধন করেছিলেন?
উত্তর:- নরেন্দ্র মোদী
প্রশ্ন:- Bajaj Allianz General Insurance কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে তপন সিংঘেলের কার্যকালের মেয়াদ কত বছর বাড়ানো হয়?
উত্তর:- ৫ বছর
প্রশ্ন:- IPL 2022-এর জন্য Royal Challengers Bangalore (RCB) দলের নতুন ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন কোন ক্রিকেটার?
উত্তর:- দক্ষিন আফ্রিকান ক্রিকেটার ফাফ দু প্লেসিস
প্রশ্ন:- Big Bazaar কোম্পানির নাম পরিবর্তন করে নতুন কী নাম রাখা হয়েছিল?
উত্তর:- Smart Bazaar
প্রশ্ন:- বিশ্বে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ২৫০টি উইকেট নিলেন ভারতের কোন ক্রিকেটার?
উত্তর:- ঝুলন গোস্বামী
প্রশ্ন:- চেন্নাইয়ে FIDE Chess Olympiad 2022 হোস্ট করতে চলেছে কোন দেশ?
উত্তর:- ভারত
প্রশ্ন:- SIPRI-এর রিপোর্ট অনুযায়ী ২০১৭-২১ সালে অস্ত্র আমদানিতে বিশ্বের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে কোন দেশ রয়েছে?
উত্তর:- প্রথম ভারত, দ্বিতীয় স্থানে রয়েছে ইজিপ্ট এবং তৃতীয় অস্ট্রেলিয়া
প্রশ্ন:- আগত ৩ বছরের জন্য Securities and Exchange Board of India(SEBI)-র সদস্য হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন?
উত্তর:- অশ্বিনী ভাটিয়া
প্রশ্ন:- ভারতের প্রথম AI & Robotics Technology Park (ARTPARK) লঞ্চ করলো কোন রাজ্যে ?
উত্তর:- বেঙ্গালুরুতে
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি কোনও সমস্যা ছাড়াই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। যাইহোক, যদি কোনও সুযোগে ত্রুটিটি এখনও থেকে যায় তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।