দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-14]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- সর্বনিম্ন মাতৃ মৃত্যু হার তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কোন কোন রাজ্য?
উত্তর:- প্রথম আছে কেরালা; দ্বিতীয় স্থানে তেলেঙ্গানা এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন:- ম্যাটেরিয়াল সাইন্স বিষয়ে অবদানের জন্য 31st GD Birla Award পেয়েছিলেন কে?
উত্তর:- প্রফেসর নারায়ণ প্রধান
প্রশ্ন:- শ্রীলঙ্কায় দুটি পাওয়ার প্রোজেক্ট তৈরির জন্য MoU স্বাক্ষর করলো কোন Group?
উত্তর:- Adani Group
প্রশ্ন:- Asian Bank of The Year 2021 অ্যাওয়ার্ড জিতলো কোন Bank?
উত্তর:- Axis Bank
প্রশ্ন:- মিশন ইন্দ্রধনুষের আওতায় ৯০.৫% কভারেজ সহ সম্পূর্ণ টিকাদানে দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করলো কোন রাজ্য?
উত্তর:- উড়িষ্যা
প্রশ্ন:- Miss World 2021 শিরোপা জিতেছিলেন কে?
উত্তর:- পোল্যান্ডের Karolina Bielawska
প্রশ্ন:- “Rahul Bajaj: An Extraordinary Life” শিরোনামে জীবনী গ্রন্থটি কে লিখেছিলেন?
উত্তর:- গীতা পিরামল
প্রশ্ন:- সম্প্ৰতি ১৫ই মার্চ দিনটিকে International Day to Combat Islamophobia হিসেবে পালনের ঘোষণা করেছিলেন কে?
উত্তর:- জাতি সংঘ
প্রশ্ন:- ইনস্টাগ্রামের বিকল্প অ্যাপ কী এবং এটি লঞ্চ করেছিল কোন দেশ?
উত্তর:- ইনস্টাগ্রামের বিকল্প অ্যাপ ‘Rossgram’ এটি লঞ্চ করছে রাশিয়া
প্রশ্ন:- “The Kashmir Files” মুভিটি দেখার জন্য সরকারী কর্মচারীদের অর্ধদিবস ছুটি দিয়েছিলেন কোন সরকার?
উত্তর:- আসাম সরকার
প্রশ্ন:- SAFF U-18 Women’s Championship 2022 শুরু হলো কোথায়?
উত্তর:- ঝারখন্ডের জামশেদপুরে
প্রশ্ন:- Nissan India কোম্পানির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত কে হলেন?
উত্তর:- Frank Torres
প্রশ্ন:- 36th International Geological Congress অনুষ্ঠিত কোথায় হয়েছিল?
উত্তর:- নিউ দিল্লিতে
প্রশ্ন:- তেলেঙ্গানার Chief Electoral Officer হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন?
উত্তর:- বিকাশ রাজ
প্রশ্ন:- কুমুদবেন মণিশঙ্কর যোশী কত বছর বয়সে মারা গেল্ন এবং তিনি কোন দেশের প্রাক্তন রাজ্যপাল ছিলেন?
উত্তর:- কুমুদবেন মণিশঙ্কর যোশী ৮৮ বছর বয়সে মারা গেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল ছিলেন
প্রশ্ন:- National Assessment and Accreditation Council (NAAC)-এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন ?
উত্তর:- ভূষণ পটবর্ধন
প্রশ্ন:- মুম্বাইয়ের নতুন পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে?
উত্তর:- মনোজ পান্ডে
প্রশ্ন:- আমেরিকা সবথেকে বেশি কোভিড ভ্যাকসিন কোন দেশ দান করেছে ?
উত্তর:- বাংলাদেশকে
প্রশ্ন:- 2022 Dubai Tennis Championships-এ মেনস সিঙ্গেল টাইটেল জিতেছিলেন কোন দেশের খেলোয়াড় ?
উত্তর:- রাশিয়ান টেনিস খেলোয়াড় Andrey Rublev
প্রশ্ন:- জাপানের সাথে Bilateral Swap Arrangement (BSA) রিনিউ করলো কোন দেশ?
উত্তর:- ভারত
প্রশ্ন:- উড়িষ্যায় “Project Banksakhi” লঞ্চ করলো কোন Bank ?
উত্তর:- Bank of Maharashtra
প্রশ্ন:- সম্প্রতি ৯২ বছর বয়সে মারা গিয়েছিলেন কোন খেলোয়াড় ?
উত্তর:- ওয়েস্ট ইন্ডিজের স্পিনার Sonny Ramadhin
প্রশ্ন:- ICC Women’s World Cup 2022 হোস্ট কে করবে ?
উত্তর:- নিউজিল্যান্ড
প্রশ্ন:- নোভাক জোকোভিচকে অতিক্রম করে বিশ্বের ১ নং টেনিস খেলোয়াড় হয়েছিলেন কে ?
উত্তর:- রাশিয়ার Daniil Medvedev