Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-14]

প্রশ্ন:- “The Millennian Yogi” শিরোনামে বইটি কে লিখেছেন ?

উত্তর:- দীপম চ্যাটার্জি

প্রশ্ন:- World Happiness Index 2022-এ ভারতের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানেকে?

উত্তর:- প্রথমস্থানে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে সুইজারল্যান্ড|

প্রশ্ন:- সম্প্রতি রয়াল নাইটহুড দ্বারা সম্মানিত হলেন কী?

উত্তর:- অস্কার প্রাপ্ত ব্রিটিশ ফিল্ম মেকার Steve McQueen

প্রশ্ন:- 2022 M3M Hurun Global Rich List-এ প্রথম স্থানে কে রয়েছেন এবং মুকেশ আম্বানির স্থান কত?

উত্তর:- প্রথম স্থানে রয়েছে এলোন মাস্ক; মুকেশ আম্বানির স্থান ৯

প্রশ্ন:- “More Than Just Surgery : Life Lessons Beyond The O.T.” শিরোনামে বইটি কে লিখেছিলেন?

উত্তর:- ড. তেহেমটন উরবাড়িয়া

প্রশ্ন:- “Mahatma Gandhi Green Triangle”-এর উন্মোচন করা হলো কোথায়?

উত্তর:- মাদাগাস্কারে

প্রশ্ন:- তামিলনাড়ুতে নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরির জন্য ১৫৮৮ কোটি টাকা কোন কোম্পানি বিনিয়োগ করছে?

উত্তর:- Samsung কোম্পানি

প্রশ্ন:- AsiaOne Magazine-এর তরফ থেকে Covid-19 Commitment Award কে পেয়েছিলেন?

উত্তর:- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার

প্রশ্ন:- এবছর ‘Sankara Award’ কে পেলেন ?

উত্তর:- দাবা গ্র্যান্ড মাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্ধ

প্রশ্ন:- হায়দ্রাবাদে Innovation, Incubation, and Acceleration Centre (IIAC) তৈরি করবে ভারতীয় কোন ব্যাংক ?

উত্তর:- স্টেট ব্যাংক

প্রশ্ন:- ২০২২-২৩ সালের জন্য CII Southern Region-এর চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল?

উত্তর:- সুচিত্রা কে. ইল্লা

প্রশ্ন:- বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ উদ্বোধন কোথায় হয়েছিল এবং এই ব্রিজটির নাম কী ছিল ?

উত্তর:- তুর্কিতে এই ব্রিজটির নাম ছিল 1915 Canakkale Bridge

প্রশ্ন:- মহাকাশে থাকা স্যাটেলাইটকে ধ্বংস করতে সক্ষম লেজার অস্ত্র তৈরি করলেন কোন দেশ?

উত্তর:- চীন

প্রশ্ন:- পাঞ্জাব বিধান সভার নতুন স্পিকার হিসাবে কে নিযুক্ত হন ?

উত্তর:- কুলতার সিং সন্ধবান

প্রশ্ন:- “Wrist Assured: An Autobiography” শিরোনামে আত্মজীবনী লিখলেন কোন প্রাক্তন ক্রিকেটার ?

উত্তর:- গুন্ডাপ্পা রঙ্গনাথন বিশ্বনাথ

প্রশ্ন:- ল্যান্ড রেকর্ডসের তথ্য খুব সহজে পেতে কর্ণাটক কোন App লঞ্চ করেন ?

উত্তর:- Dishaank app লঞ্চ করলো কর্ণাটক

প্রশ্ন:- Senior National Weightlifting Championships 2021-22 অনুষ্ঠিত কোথায় হয়েছে ?

উত্তর:- উড়িষ্যার উবনেশ্বরে

প্রশ্ন:- One Station, One Product’-এর প্রথম কে বাস্তবায়ন করেন ?

উত্তর:- বিশাপত্তনম রেলওয়ে স্টেশন

প্রশ্ন:- Flipkart Health+ এর নতুন CEO হিসাবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- প্রশান্ত ঝাভেরি

প্রশ্ন:- প্রথম ভারতীয় ব্যাঙ্ক হিসাবে Business France-এর সাথে MoU স্বাক্ষর করলো কোন Bank ?

উত্তর:- Kotak Mahindra Bank

প্রশ্ন:- সাম্প্ৰতিক ICC Test Team Rankings 2022-এ ভারতীয় দলের স্থান কত?

উত্তর:- ভারতের স্থান দ্বিতীয়, প্রথমস্থানে রয়েছে অস্ট্রেলিয়া

প্রশ্ন:- আন্তর্জাতিক অরণ্য দিবস কবে পালন করা হয় এবং এবছরের থিম কী ?

উত্তর:- ২১শে মার্চ; এবছরের থিম হলো “বন এবং টেকসই উৎপাদন এবং ব্যবহার।”

প্রশ্ন:- Kerala Blaster টিমকে কে পরাজিত করে এবং 2022 চ্যাম্পিয়নকে?

উত্তর:- Kerala Blaster টিমকে Hero ISL পরাজিত করে এবং 2022 চ্যাম্পিয়ন হলো হায়দ্রাবাদ এফসি

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে। আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন।

Leave a Comment