দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-15]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- প্রথম আফ্রিকান আর্কিটেক্ট হিসাবে Pritzker Prize 2022 কে জিতলেন?
উত্তর:- Diebedo Francis Kere
প্রশ্ন:- আগামী ৫ বছরে ভারতে ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করলো কোন দেশ ?
উত্তর:- জাপান
প্রশ্ন:- ২০৫০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রথ Net Zero City হতে চলেছে কোন শহর ?
উত্তর:- মুম্বাই
প্রশ্ন:- সম্প্রতি আমেরিকার “Covid-19 Response Coordinator” হিসেবে কোন ভারতীয় নিযুক্ত হলেন ?
উত্তর:- ভারতীয় বংশোদ্ভুত ডা. আশীষ ঝা
প্রশ্ন:- ভারতের বৃহত্তম কয়লা উৎপাদনকারী কোম্পানির নাম কী ?
উত্তর:- উরিষ্যার সম্বলপুরের Mahanadi Coalfields Limited
প্রশ্ন:- ভারতে প্রথম Crop Diversification Index-এর বাস্তবায়ন কোথায় ঘটাচ্ছে ?
উত্তর:- তেলেঙ্গানা
প্রশ্ন:- শ্রীলংকার অর্থনৈতিক সংকটের মোকাবিলা করার জন্য ১ বিলিয়ন ডলার Line of Credit (LOC) দিয়েছেন কোন ব্যাঙ্ক ?
উত্তর:- ভারতীয় স্টেট ব্যাঙ্ক
প্রশ্ন:- BIMSTEC Summit 2022 হোস্ট করতে চলেছে কোন দেশ ?
উত্তর:- শ্রীলঙ্কা
প্রশ্ন:- সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন কে?
উত্তর:- মানিক সাহা
প্রশ্ন:- The Book of Form and Emptiness’ শিরোনামে উপন্যাসের জন্য Women’s Prize for Fiction পেলেন কোন দেশের লেখিকা?
উত্তর:- আমেরিকান-কানাডিয়ান লেখিকা Ruth Ozeki
প্রশ্ন:- Canadian Grand Prix 2022 জিতলেন কে ?
উত্তর:- বেলজিয়া ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen
প্রশ্ন:- “Gautam Adani: The Man Who Changed India” শিরোনামে বইটি লিখলেন কে ?
উত্তর:- আর.এন. ভাস্কর
প্রশ্ন:- UNESCO World Network Biosphere Reserves তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন দেশ?
উত্তর:- মঙ্গোলিয়ার Khuvsgul Lake
প্রশ্ন:- সম্প্রতি “ধন সঞ্চয়” নামে বীমা লঞ্চ করলো কোন সংস্থা?
উত্তর:- Life Insurance Corporation(LIC)
প্রশ্ন:- সম্প্ৰতি শ্রীলঙ্কা ৫০ মিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা দিল কোন দেশ?
উত্তর:- অস্ট্রেলিয়া
প্রশ্ন:- সম্প্রতি “840 Squadron” হেলিকপ্টারটি অন্তর্ভুক্ত করলো কে ?
উত্তর:- ইন্ডিয়ান কোস্ট গার্ড
প্রশ্ন:- সম্প্রতি “মুখ্যমন্ত্রী মাতৃশক্তি যোজনা” লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তর:- গুজরাট রাজ্য সরকার
প্রশ্ন:- সারা বাংলা দাবা সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন কে ?
উত্তর:- দিব্যেন্দু বড়ুয়া
প্রশ্ন:- আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন কর হয় কবে এবং এবছরের থিম কি?
উত্তর:- ২৩শে জুন; থিম হলোTogether, For a Peaceful World’
প্রশ্ন:- জাতি সংঘে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- রুচিরা কাম্বজ
প্রশ্ন:- কিরগিস্তানে অনুষ্ঠিত Under-17 Asian Championship জিতলো কোন দেশ এবং কে?
উত্তর:- ভারতের মহিলা রেসলিং টিম
প্রশ্ন:- ‘Ashtang Yoga’ শিরোনামে বইটি লিখলেন কে ?
উত্তর:- ড. সোনু ফোগাট
প্রশ্ন:- ক্রিকেটার মিথালী রাজের জীবনীর উপর সৃজিত মুখার্জি পরিচালিত বায়োপিকটির শিরোনাম “Shabaash Mith ‘; তাঁর ভূমিকায় অভিনয় করেছেন কে ?
উত্তর:- তাপসী পান্নু
প্রশ্ন:- সরকারি বিদ্যালয়ে শিক্ষার জন্য Byju’s কোম্পানির সাথে MoU স্বাক্ষর করলো কোন রাজ্য সরকার?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ সরকার
প্রশ্ন:- বিশ্বের বৃহত্তম স্বাদু জলের মাছ পাওয়া গেল কোথায় এবং মাছটির নাম ও ওজন কত?
উত্তর:- কম্বোডিয়ার মেকং নদীতে; এটি একটি শংকর মাছ(Stingray Fish), যেটির ওজন ৩০০ কেজি