প্রশ্ন:- আন্তর্জাতিক ফুটবলে পঞ্চম সর্বোচ্চ গোল স্কোরার হলেন কে ?
উত্তর:- সুনীল ছেত্রী
প্রশ্ন:- Federation of International Cricketers’ Association (FICA)এর প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন কে ?
উত্তর:- লিসা স্থালেকার
প্রশ্ন:- ৩৬তম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ‘One Nation One Ration Card’ স্কিম বাস্তবায়ন করলো কোন রাজ্য?
উত্তর:- আসাম
প্রশ্ন:- যুদ্ধের কারণে ইউক্রেনের স্থানচ্যুত শিশুদের সাহায্য করতে ১০৩.৫ মিলিয়ন ডলারে নোবেল পিস প্রাইজ বিক্রি করলেন কে?
উত্তর:- রাশিয়ান সাংবাদিক Dmitry Muratov
প্রশ্ন:- সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে?
উত্তর:- রুমেলী ধর
প্রশ্ন:- সম্প্রতি নিউ দিল্লিতে নতুন বাণিজ্য ভবনের উদ্বোধন করলেন কে ?
উত্তর:- নরেন্দ্র মোদী
প্রশ্ন:- কমনওয়েলথ গেমস ২০২২ এর জন্য ভারতীয় মহিলা টিমের ক্যাপ্টেন হিসাবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- সবিতা পুনিয়া
প্রশ্ন:- ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী, Global Gold Refining & Recycling তালিকায় কোন দেশ কততম স্থানে আছে?
উত্তর:- ভারতের স্থান চতুর্থ, প্রথম স্থানে চীন
প্রশ্ন:- সম্প্রতি “Nuri” নামে প্রথম দেশীয় রকেট লঞ্চ করলো কে?
উত্তর:- দক্ষিণ কোরিয়া
প্রশ্ন:- সম্প্রতি বেলজিয়ামে Mango Festival-এর উদ্বোধন করলেন কে ?
উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল
প্রশ্ন:- National Institute of Public Finance and Policy(NIPFP)-এর ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- আর. কবিতা রাও
প্রশ্ন:- ভারতের প্রথম এয়ার পোর্ট হিসাবে সম্পূর্ণ পুনর্নবীকরণযোগ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে কোথায়?
উত্তর:- দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট
প্রশ্ন:- ভারতে প্রথম National Defence Academy(NDA)-এর মহিলা ব্যাচের পরীক্ষায় প্রথম স্থানাধিকারি হলেন কে ?
উত্তর:- হরিয়ানার ১৯ বছর বয়সী শানন ঢাকা
প্রশ্ন:- NITI Aayog-এর CEO হিসাবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- পরমেস্বরণ আইয়ার
প্রশ্ন:- বিশ্বের মধ্যে সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমযুক্ত রেলস্টেশন হল কোথায়?
উত্তর:- ব্যান্ডেল রেলওয়ে স্টেশন
প্রশ্ন:- সম্প্রতি বেঙ্গালুরুতে “BR Ambedkar School of Economics” এর উদ্বোধন করলেন কে ?
উত্তর:- নরেন্দ্র মোদী
প্রশ্ন:- ২০২১ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা করা টাকার পরিমাণ কত ?
উত্তর:- ৩০ হাজার কোটি টাকা
প্রশ্ন:- National Investigation Agency (NI )-এর ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- ডিংকর গুপ্ত
প্রশ্ন:- লেটেস্ট FIFA Rankings-এ কোন দেশ কততম স্থানে আছে?
উত্তর:- ভারতীয় ফুটবল টিমের স্থান ১০৪; প্রথম স্থানে ব্রাজিল
প্রশ্ন:- প্রথম ভারতীয় ওয়েটলিফটার হিসাবে IWF Youth World Championship 2022-এ সোনা জিতলেন কে ?
উত্তর:- গুরুনাইডু সেনাপতি
প্রশ্ন:- National MSME Award 2022 জিতলো কোন রাজ্য সরকার ?
উত্তর:-উড়িষ্যা রাজ্য সরকার
প্রশ্ন:- খালি চোখে দৃশ্যমান বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়া আবিষ্কৃত হলো কোথায়?
উত্তর:- ফ্রান্সের গুয়াডেলুপ আইল্যান্ডে; এটির দৈর্ঘ্য প্রায় ১ সেন্টিমিটার
প্রশ্ন:- Global Liveability Index 2022-এ কোন দেশ কততম স্থানে আছে?
উত্তর:- প্রথম স্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী শহর ভিয়েনা; ভারতের দিল্লির স্থান ১৪০ এবং মুম্বাইয়ের স্থান ১৪১
প্রশ্ন:- বিশ্ব ড্রাগ দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি ?
উত্তর:- ২৬শে জুন; থিম হলো”Addressing drug challenges in health and humanitarian crises”
প্রশ্ন:- Intelligence Bureau(IB)-র নতুন ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- তপন কুমার ডেকা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি কোনও সমস্যা ছাড়াই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। যাইহোক, যদি কোনও সুযোগে ত্রুটিটি এখনও থেকে যায় তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।