প্রশ্ন:- গুজরাটে অবস্থিত New Development Bank(NDB)-এর প্রথম রিজিওনাল অফিসের ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- ডি.জে. পান্ডিয়ান
প্রশ্ন:- ৩৭০০ মেগাওয়াট আদানি গ্রিন এনার্জি প্রোজেক্ট-এর অনুমোদন করলো কোন রাজ্য?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন:- UN Ocean Conference 2022 আয়োজিত হচ্ছে কোথায় ?
উত্তর:- পর্তুগালে
প্রশ্ন:- প্রশান্ত চন্দ্ৰ মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ন্যাশনাল স্ট্যাটিসটিক্স ডে পালন করা কবে ?
উত্তর:- ২৯শে জুন
প্রশ্ন:- Miss India Worldwide 2022 শিরোপা জিতলেন কে ?
উত্তর:- খুশি প্যাটেল
প্রশ্ন:- International Weightlifting Federation(IWF)-এর প্রেসিডেন্ট পদে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- মোহাম্মদ জালুদ
প্রশ্ন:- সম্প্রতি কেরালার কায়ামকুলামে ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রোজেক্ট চালু করলো কোন সংস্থা?
উত্তর:- Tata Power Solar Systems
প্রশ্ন:- ভারতের প্রথম রাজ্য হিসাবে পাখিদের “রেড লিস্ট” বানাচ্ছে কোন রাজ্য?
উত্তর:- কেরালা
প্রশ্ন:- কিরগিস্তানে অনুষ্ঠিত U23 Asian wrestling championships 2022-এ ব্রোঞ্জের মেডেল জিতলেন কে?
উত্তর:- ভারতের দীপক পুনিয়া
প্রশ্ন:- সম্প্রতি ৪৪৪৭ কোটি কায় Blinkit কোম্পানিকে কিনে নিল কোন সংস্থা?
উত্তর:- Zomaton কোম্পানী
প্রশ্ন:- ‘The Life and Times of George Fernandes’ শিরোনামে বইটি লিখলেন কে ?
উত্তর:- রাহুল রামগুন্ডন
প্রশ্ন:- ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশের পর ইউরেনিয়াম খনন করতে চলা তৃতীয় রাজ্য কোনটি?
উত্তর:- রাজস্থান
প্রশ্ন:- সম্প্রতি ৪দিন ব্যাপী অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হলো কোথায় ?
উত্তর:- আসামে
প্রশ্ন:- World Asteroid Day পালন করা হয় কবে এবং এবছরের থিম কি?
উত্তর:- ৩০শে জুন; থিম হলো”Small is Beautiful”
প্রশ্ন:- Reliance Jio Infocomm Ltd.-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে ?
উত্তর:- আকাশ আম্বানি
প্রশ্ন:- সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে ?
উত্তর:- Morgan
প্রশ্ন:- Hero FIH Hockey 5s Lausanne20222 জিতল ভারতীয় কোন কোন দল?
উত্তর:- পুরুষ হকি দল এবং উরুগুয়ে মহিলা হকি দল
প্রশ্ন:- সম্প্রতি ৯৩ বছর বয়সে মারা গেলেন কে এবং তার সম্পত্তির পরিমাণ কত?
উত্তর:- Shapoorji Pallonji Group-এর চেয়ারম্যান পালোনজি মিস্ত্রি, যাঁর সম্পত্তির পরিমাণ ২৯ বিলিয়ন মার্কিন ডলার
প্রশ্ন:- সম্প্রতি তীর্থযাত্রীদের জন্য যাত্রা স্কিম” লঞ্চ করলো কোন রাজ্য সরকার?
উত্তর:- কর্ণাটক সরকার
প্রশ্ন:- কর্ণাটক সরকারের তরফ থেকে এবছর Kempegowda International Award পাচ্ছেন কে কে ?
উত্তর:- .এম. কৃষ্ণ, নারায়ণ মূর্তি এবং প্রকাশ পাড়ুকোন
প্রশ্ন:- কাজাখস্তানে অনুষ্ঠিত Qosanov Memorial 2022-এ ডিসকাস থ্রো ইভেন্টে সোনার মেডেল জিতলেন কে ?
উত্তর:- ভারতের নবজীত ধিলোন
প্রশ্ন:- সম্প্রতি নাগাল্যান্ডে Honey Testing Lab-এর উদ্বোধন করলেন কে ?
উত্তর:- কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার
প্রশ্ন:- ২০০ মিটার দৌড়ে ভারতের তৃতীয় দ্রুততম দৌড়বিদ হলেন কে ?
উত্তর:- ধনলক্ষ্মী সেকর
প্রশ্ন:- বিশ্ব নাগরিক প্রতিরক্ষা দিবস পালন করা হয় কবে এবং এবছরে থিম কী ?
উত্তর:-১লা মার্চ; এবছরের থিম হলো “Uniting the world’s leading industry specialists for the safety and security of future generations.”
প্রশ্ন:- বিশ্বে প্রথম উদ্ভিজ্জ প্রোটিন থেকে তৈরি হয় কোন ভ্যাকসিন এবং অনুমোদন করলো কোন দেশ ?
উত্তর:- কোভিড ভ্যাকসিন অনুমোদন করলো কানাডা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।