দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-17]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- Securities and Exchange Board of প্রথম মহিলা চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হন ?
উত্তর:- মাধবী পুরী বাচ
প্রশ্ন:- Mexican Open 2022 মেনস সিঙ্গেল টাইটেল জিতে কে ?
উত্তর:- স্পেনের টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল
প্রশ্ন:- Singapore Weightlifting International 2022-এ ভারত কটা মেডেল জিতেন ?
উত্তর:- মোট ৮টি মেডেল জিতেন যার মধ্যে ৬টি সোনার, ১টি রুপোর এবং ১টি ব্রোঞ্জের
প্রশ্ন:- 2022 কাতার ফুটবল বিশ্বকাপ থেকে ফিফা কোন দেশকে সাসপেন্ড করলেন ?
উত্তর:- রাশিয়াকে
প্রশ্ন:- পুনর্ব্যবহারযোগ্য শক্তি স্থাপনে কর্নাটককে অতিক্রম করলো কোন রাজ্য ?
উত্তর:- তামিলনাড়ু
প্রশ্ন:- প্রথম ভারতীয় হিসাবে Para Archery World Championships-এ ইন্ডিভিজুয়াল বিভাগে রুপো জিতলেন কে ?
উত্তর:- পূজা জাত্যান
প্রশ্ন:- Moscow Wushu Stars Championship 2022-এ সোনার মেডেল জিতছিলেন কে ?
উত্তর:- ভারতের সাদিয়া তারিক
প্রশ্ন:- সামুদ্রিক জীবের সংরক্ষণে মারিন এলিট ফোর্স গঠন করলো কোন রাজ্য ?
উত্তর:- তামিলনাড়ু
প্রশ্ন:- মহিলাদের জন্য ‘House Work Is Work’ ইনিশিয়েটিভ লঞ্চ করলেন কোন Bank?
উত্তর:- Axis Bank
প্রশ্ন:- সাধারণ ফোন ব্যবহারকারীদের জন্য “VoiceSe UPI Payments Service” লঞ্চ করলো কোন কোম্পানি?
উত্তর:- Tone Tag কোম্পানি
প্রশ্ন:- সম্প্রতি দেশীয় ক্রিকেট থেকে অবসর নিলেন কে?
উত্তর:- ভারতীয় পেসার এস. শ্রীশান্ত
প্রশ্ন:- সম্প্রতি দক্ষিন কোরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হন?
উত্তর:- Yoon Suk Yeol
প্রশ্ন:- ভারতের প্রথম ১০০% মহিলা মালিকানাধীন FLO Industrial Park উদ্বোধন কথাই করা হলো?
উত্তর:- হায়দ্রাবাদে
প্রশ্ন:- “On Board Test, Trial and Triumph : My Years in BCCI” শিরোনামে আত্মজীবনী লিখলেন কে?
উত্তর:- রত্নাকর শেট্টি
প্রশ্ন:- ইতালিতে অনুষ্ঠিত Grandiscacchi Cattolica Intern. Open Chess Tournament জিতেছিলেন কে?
উত্তর:- ভারতের ৪১তম গ্র্যান্ড মাস্টার এস.এল. নারায়ণনন
প্রশ্ন:- থুথুকুড়ি জেলায় ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রোজেক্টের উদ্বোধন করলো কোন সরকার?
উত্তর:- তামিলনাড়ু সরকার
প্রশ্ন:- সম্প্রতি ৯২ বছর বয়সে মারা গিয়েছিলেন কে?
উত্তর:- পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি রফিক তারার
প্রশ্ন:- সম্প্রতি ত্রিপুরার সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% সংরক্ষণের ঘোষণা করেন কে?
উত্তর:- অমিত শাহ
প্রশ্ন:- সম্পূর্ণ এপ্রিল ২০২২ মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত ?
উত্তর:- ১.৬৮ লক্ষ কোটি টাকা
প্রশ্ন:- সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-২০ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসাবে কে নিযুক্ত হয়ছিলেন ?
উত্তর:- Nicholas Pooran
প্রশ্ন:- সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার সমাজ সেবী কমলা দেবী চট্টোপাধ্যায়ের নামে পেট্রোল চালিত জাহাজটির নাম”কমলা দেবী” কে কে রেখেছিল ?
উত্তর:- ইন্ডিয়ান কোস্ট গার্ড
প্রশ্ন:- 2022 World Snooker Championship কে জিতেছিলেন ?
উত্তর:- ইংল্যান্ডের Ronnie O’Sullivan
প্রশ্ন:- সম্প্ৰতি IndiGo এয়ার লাইন কোম্পানির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- ভেংকটরামাণী সুমন্ত্রণ
প্রশ্ন:- 12th Hockey India Sub Junior Men National Championship কোথায় শুরু হলো ?
উত্তর:- গোয়াতে
প্রশ্ন:- ভারতের প্রথম ইথানল প্লান্ট উদ্বোধন করা হলো কোন রাজ্য ?
উত্তর:- বিহারের পূর্ণিয়া জেলায়