Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-17]

প্রশ্ন:- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটির মেম্বার হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- রাজীব রঞ্জন

প্রশ্ন:- National Rifle Association of India (NRAI)-এর দ্বারা ন্যাশনাল চিফ রাইফেল কোচ হিসাবে কে নিযুক্ত হলেন ?

উত্তর:- পশ্চিমবঙ্গের জয়দীপ কর্মকার

প্রশ্ন:-ম্প্রতি শিখদের ইতিহাসের ৩টি বই ব্যান করলো কোন বোর্ড ?

উত্তর:- পাঞ্জাবের শিক্ষা বোর্ড

প্রশ্ন:- কমার্শিয়াল ও সরকারি ব্যবহারকারীদের থেকে নমিনাল ফি নেবে কে ?

উত্তর:- টুইটার

প্রশ্ন:- মদ্য পানীয়, জাল নোট, তামাকজাত দ্রব্য এবং অবৈধ জিনিসপত্র পরিবহনের বিরুদ্ধে “অপারেশন সতর্ক” লঞ্চ করলো কোন ফোর্স?

উত্তর:- রেলওয়ে প্রোটেকশন ফোর্স(RPF)

প্রশ্ন:- সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়িয়ে কত করা হলো ?

উত্তর:- ৪.৪০% করা হল

প্রশ্ন:- 8-০ গোলে Espanyol-কে পরাজিত করে 35th Spani league title কে জিতেছিলেন ?

উত্তর:- eal Madrid

প্রশ্ন:- সম্প্রতি নিরাজ চোপড়ার হোম টাউন পানিপথে তাঁরই নামে একটি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

উত্তর:- হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার

প্রশ্ন:- অফিসিয়ালভাবে Amazon-এর নতুন CEO পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- অ্যান্ডি জ্যাসি

প্রশ্ন:- Federal Reserve Bank of New York-এর ডিরেক্টরস বোর্ডে নির্বাচিত হলেন কোন কোম্পানির এবং চেয়ারম্যান ও CEO কে ছিলেন ?

উত্তর:- IBM কোম্পানি এবং চেয়ারম্যান ও CEO অরবিন্দ কৃষ্ণ

প্রশ্ন:- ২০২২ এপ্রিল মাসে সবথেকে বেশি GST সংগ্রহ করেছে অরুণাচলপ্রদেশ; মোট সংগ্রহের পরিমাণ কত ?

উত্তর:- ১৯৬ কোটি টাকা

প্রশ্ন:- সম্প্রতি ফিজিতে শ্রী সত্য সাই সঞ্জীবনী চিলড্রেনস হার্ট হসপিটাল উদ্বোধন কে করেছিলেন ?

উত্তর:- নরেন্দ্র মোদী

প্রশ্ন:- “সুপ্রভা রায়: দি আনভ্যানকুইশড” শিরোনামে বইটির লেখক কে ?

উত্তর:- টুম্পা মুখোপাধ্যায়

প্রশ্ন:- World Athletics Day পালন করা হয় কবে ?

উত্তর:- প্রতি বছর ৭ই মে

প্রশ্ন:- ভারতে প্রথম উপজাতি স্বাস্থ্য মানমন্দির (Tribal Health Observatory) তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার ?

উত্তর:- উড়িষ্যা সরকার

প্রশ্ন:- জেল বন্দীদের লোন দিতে ‘Jivhala’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

উত্তর:- মহারাষ্ট্র রাজ্য সরকার

প্রশ্ন:- খাদ্য শৃংখল ও জলবায়ুর মধ্যে সম্পর্ক গবেষনার জন্য World Food Prize 2022 পেলেন কে ?

উত্তর:- নাসার সিনিয়র সাইন্টিস্ট Cynthia Rosenzweig

প্রশ্ন:- ডিসেম্বর, ২০২৪ সালে শুক্র মিশন লঞ্চ করতে চলছে কোন সংস্থা ?

উত্তর:- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO

প্রশ্ন:- সম্প্রতি চেন্নাইয়ের IIT Madras Research Park-এ Global Drug Development Center স্থাপন করলো কোন কোম্পানি?

উত্তর:- Pfizer

প্রশ্ন:- বিশ্বের প্রথম উদ্ভিজ্জ করোনা ভ্যাকসিন Covifenz তৈরি করেছে কোন কোম্পানি ?

উত্তর:- কানাডিয়ান কোম্পানি Medicago

প্রশ্ন:- সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সের Director General (Inspection and Safety) পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- এয়ার মার্শাল সঞ্জীব কাপুর

প্রশ্ন:- ভারতের প্রথম Flow Chemistry Technology Hub কোথায় তৈরি করা হয়েছিল ?

উত্তর:- হায়দ্রাবাদে

প্রশ্ন:- সম্প্রতি ৯০ বছর বয়সে মারা গেলেন ব্রিটেনের প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসিং কার ড্রাইভার Tony Brooks,এবং তিনি কী নামে পরিচিতিছিলেন ?

উত্তর:- “Racing Dentist” নামে পরিচিত ছিলেন

প্রশ্ন:- Vehicle Movement Tracking System’ মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য ?

উত্তর:- হরিয়ানা

প্রশ্ন:- TVS Motor কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- সুদর্শন ভেনু

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment