Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-18]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-18]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- দশম ও দ্বাদশ শ্রেণির ৩ লক্ষ ছাত্রছাত্রীদের ট্যাব প্রদান করতে ‘e-Adhigam’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য ?

উত্তর:- হরিয়ানা

প্রশ্ন:- ৮০০০ মিটারের বেশি উচ্চতা সম্পন্ন পাঁচটি পর্বত শৃঙ্গ জয়কারী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছিল ?

উত্তর:- প্রিয়াঙ্কা মোহিতে

প্রশ্ন:- হরিয়ানার জন্য Khelo India Youth Games 2021-এর ম্যাসকট হলো কে ?

উত্তর:- Dhakad

প্রশ্ন:- ‘Mukhyamantri Muft Sewer Connection Yojana’ লঞ্চ করলো কোন সরকার ?

উত্তর:- দিল্লি সরকা

প্রশ্ন:- সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতে সর্বাধিক লিঙ্গানুপাত লক্ষ্য করা গেছে কোথায় ?

উত্তর:- লাদাখে (১১০৪ জন )

প্রশ্ন:- বিশ্বের দীর্ঘতম কাঁচের ব্রিজ ‘White Dragon’ কোথায় চালু করা হলো কী নামে ?

উত্তর:- ভিয়েতনামে

প্রশ্ন:- গুজরাটে ৩ দিন ব্যাপী Heath Summit-এর উদ্বোধন কে করেছিলেন ?

উত্তর:- মানসুখ মান্ডভিয়া

প্রশ্ন:- Ministry of Electronics & Information Technology (MeitY) এর সেক্রেটারী পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- অলকেশ কুমার শর্

প্রশ্ন:- ভারতের পঞ্চম বৃহত্তম আইটি সার্ভিস প্রোভাইডার কোম্পানিতে পরিনত হওয়ার জন্য Mindtree কোম্পানির সাথে কে মার্জ হতে চলেছে ?

উত্তর:- L&T Infotech

প্রশ্ন:- সম্প্ৰতি Asian Games 2022 স্থগিত করা হলো কোন দেশে ?

উত্তর:- চীনে; এটি ২০২৩ সালে পুনরায় অনুষ্ঠিত হবে

প্রশ্ন:- সম্প্রতি মহারাষ্ট্রে গ্লোবাল বিজনেস সামিট JITO Connect 2022-এর উদ্বোধন কে করেছিলেন ?

উত্তর:- নরেন্দ্র মোদী

প্রশ্ন:- 12th Hockey India Senior Women’s National Championship হলো কোন রাজ্য ?

উত্তর:- মধ্যপ্রদেশের ভোপালে

প্রশ্ন:- Tata Motors কোম্পানির অ্যাডিশনাল ডিরেক্টর পদে কে পুনরায় নিযুক্ত হলেন ?

উত্তর:- ওম প্রকাশ ভট্ট

প্রশ্ন:- সম্প্রতি বিশাখাপত্তনমে যৌথভাবে করলো Mobile Container Hospital-এর কে উদ্বোধন করে ?

উত্তর:- RailTel ও WHO

প্রশ্ন:- সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে বিশ্বের মধ্যে সবথেকে বেশি রিয়েল টাইম লেনদেন করেছে কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি বার ৫০ রানকারী কোন দেশের ক্রিকেটার হলেন?

উত্তর:- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার

প্রশ্ন:- বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প শুরু করলো কোন দেশ ?

উত্তর:- ভারত; এর জন্য বরাদ্দ ৩৬৩ কোটি টাকা

প্রশ্ন:- সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রজনন হার কমে বর্তমানে কত হয়েছে ?

উত্তর:- ২%; এবং আগে ছিল ২.২%

প্রশ্ন:- ড. বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে ?

উত্তর:- ১লা জুলাই

প্রশ্ন:- সম্প্রতি মহারাষ্ট্রের নতুন মুখমন্ত্রী হিসাবে শপথ গ্রহন কে করেছিলেন ?

উত্তর:- একনাথ শিন্ডে

প্রশ্ন:- “PADMA” নামে সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম কে লঞ্চ করলো ?

উত্তর:- ইন্ডিয়ান কোস্ট গার্ড

প্রশ্ন:- সম্প্রতি ৭৫ বছর বয়সে মারা গেলেন ভারতের কোন খেলোয়াড় ?

উত্তর:- প্রখ্যাত হকি খেলোয়াড় Varinder Singh

প্রশ্ন:- সম্প্রতি ফিলিপিন্সেরর রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহন করেছিলেন ?

উত্তর:- Ferdinand Marcos

প্রশ্ন:- সম্প্রতি ইউক্রেনকে ১ বিলিয়ন পাউন্ড মিলিটারি সহযোগিতা দিচ্ছে কোন দেশ ?

উত্তর:- ব্রিটেন

প্রশ্ন:- সিঙ্গাপুরের ৩টি স্যাটেলাইট সহ PSLV-C53 নামে রকেট লঞ্চ করলো কোন সংস্থা ?

উত্তর:- ISRO

Leave a Comment