প্রশ্ন:- চারটি গ্র্যান্ড স্লামে ৮০টি ম্যাচ জেতা প্রথম কোন টেনিস খেলোয়াড় হয়েছিলেন ?
উত্তর:- সার্বিয়ার নোভাক জোকোভিচ
প্রশ্ন:- সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হলো সম্ভাজী নগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে রাখা হলো কী ?
উত্তর:- ধারাশিব
প্রশ্ন:- GAIL (India) Limited-এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং পদে কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- সন্দীপ কুমার গুপ্ত
প্রশ্ন:- সম্প্রতি শ্রীনগরে ‘Statue of Peace’-এর উদ্বোধন কে করেছিলেন ?
উত্তর:- অমিত শাহ
প্রশ্ন:- ভারতের প্রথম রাজ্য হিসাবে ১৩টি এক্সপ্রেসওয়ে তৈরি করছে কোন রাজ্য ?
উত্তর:- উত্তরপ্রদেশ
প্রশ্ন:- সম্প্রতি ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার পদে কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- আর.কে. গুপ্ত
প্রশ্ন:- কনস্ট্রাকশন ওয়ার্কারদের দক্ষতার বিকাশ ঘটাতে ‘Mission Kushal Karmi’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন সরকার ?
উত্তর:- দিল্লি সরকার
প্রশ্ন:- IISc Bangalore-এর সহযোগিতায় Centre of Excellence চালু করলো কোন কোম্পানি ?
উত্তর:- Nokia কোম্পানি
প্রশ্ন:- ফিনল্যান্ডে অনুষ্ঠিত World Masters Athletics Championship 2022-এ ১০০ মিটার দৌড়ে সোনার মেডেল জিতলেন কোন ভারতীয় ?
উত্তর:- ভারতের ৯৪ বছর বয়সী ভাগবনী দেবী ডগর
প্রশ্ন:- “Monument of National Importance” হিসাবে ঘোষিত হতে চলেছে কোথায় ?
উত্তর:- মানগড় টিলা গুজরাট-রাজস্থান বর্ডারে অবস্থিত
প্রশ্ন:- সাম্প্রতিক ICC Test Batting Rankings-এ বিরাট কোহলির স্থান কত এবং প্রথম স্থানে কোন কে রয়েছে ?
উত্তর:- বিরাট কোহলির স্থান ১৩ এবং প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট
প্রশ্ন:- Market Research Society of India (MRSI)-এর প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছিলন ?
উত্তর:- মণীশ মাখিজানি
প্রশ্ন:- ইউনেস্কোর ইন্টার-গভর্নমেন্টাল প্যানেলে ৪ বছরের জন্য নির্বাচিত হলো কোন দেশ ?
উত্তর:- ভারত
প্রশ্ন:- বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ছিল ?
উত্তর:- ১১ই জুলাই; এবছরের থিম হলো- “A world of 8 billion : Towards a resilient future for all – Harnessing opportunities and ensuring rights and choices for all.”
প্রশ্ন:- Mrs Universe Divine 2022 শিরোপা জিতেছিলেন কে ?
উত্তর:- ভারতের পল্লবী সিং
প্রশ্ন:- Wimbledon Women’s Singles Title জিতলেন কোন দেশের টেনিস খেলোয়াড় ?
উত্তর:- রাশিয়ায় জন্মগ্রহণকারী কাজাখস্তানের টেনিস খেলোয়াড় Elena Rybakina
প্রশ্ন:- Wimbledon Men’s Single Title জিতলেন কোন টেনিস খেলোয়াড় ?
উত্তর:- সার্বিয়ান টেনিস খেলোয়াড় Novak Djokovic
প্রশ্ন:- International Fund for Agricultural Development(IFAD)-এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- Alvaro Lario
প্রশ্ন:- সম্প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে কে পদত্যাগ করলেন ?
উত্তর:- Ranil Wickremesinghe
প্রশ্ন:- সম্প্রতি খারচি উৎসব পালিত হলো কোন রাজ্যে ?
উত্তর:- ত্রিপুরা রাজ্যে
প্রশ্ন:- সম্প্রতি পর্যটন এবং পরিবহন ক্ষেত্রে সিকিমের সাথে চুক্তি স্বাক্ষর করলো কোন রাজ্য ?
উত্তর:- পশ্চিমবঙ্গ
প্রশ্ন:- সম্প্রতি Global Findex Database 2021 রিলিজ করলো কোন Bank ?
উত্তর:- World Bank
প্রশ্ন:- সম্প্ৰতি Early Childhood Education Programs-এর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ করলো কোন রাজ্যে ?
উত্তর:- মেঘালয়
প্রশ্ন:- World Paper Bag Day পালন করা হয় কবে এবং এছরের থিম কী ?
উত্তর:- ১২ই জুলাই; এবছরের থিম হলো- “If You’re ‘Fantastic’, Do Something ‘Dramatic’ To Cut the ‘Plastic’, Use ‘Paper Bags”
প্রশ্ন:- World Yoga Cup 2022-এ বিশ্ব চ্যাম্পিয়ন কে হলেন ?
উত্তর:- হুগলি জেলার আরামবাগের সূর্য মুখার্জি
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।