Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-2]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-2]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয় ?

উত্তর:- প্রতি বছর ১১ই মে

প্রশ্ন:- UAE T20 League-এর ফ্র্যাঞ্চাইজি পেল কোন গ্রুপ ?

উত্তর:- আদানি গ্রুপ

প্রশ্ন:- Madrid Open 2022-এ মেন সিঙ্গেল টাইটেল জিতলেন স্পেনের কোন টেনিস খেলোয়াড় ?

উত্তর:- Carlos Alcaraz

প্রশ্ন:- বার্ষিক ১০০ বিলিয়ন ডলার আয়কারী প্রথম ভারতীয় কোন কোম্পানি ?

উত্তর:- Reliance Industries

প্রশ্ন:- সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি গুণ সম্পন্ন ব্রেকফাস্ট প্রদান করতে “Breakfast Scheme” লঞ্চ করলো কোন রাজ্যে?

উত্তর:- তামিলনাড়ু

প্রশ্ন:- Miami Grand Prix 2022 টাইটেল জিতেছিলেন কে ?

উত্তর:- বেলজিয়াম-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen

প্রশ্ন:- Romain Rolland Book Prize 2022 জিতলো ফরাসি উপন্যাস “Meursault, contre-enquête”-এর বাংলা অনুবাদ বইটি কী ?

উত্তর:- “মরস্য বিরুদ্ধ সাক্ষ্য”

প্রশ্ন:- সম্প্ৰতি ৮৪ বছর বয়সে মারা গিয়েছিল্ন ?

উত্তর:- পদ্মশ্রী প্রাপ্ত সন্তুর বাদক শিব কুমার শর্মা

প্রশ্ন:- সম্প্রতি International Shooting Sports Federation Junior World Cup শুরু হলো কোন দেশে ?

উত্তর:- জার্মানিতে

প্রশ্ন:- চরম আর্থিক সংকটের কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কে ?

উত্তর:- Mahinda Rajapaksa

প্রশ্ন:- আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম হলো কী ?

উত্তর:- ১২ই মে এবং এবছরের থিম Nurses: A Voice to Lead – Invest in Nursing and Respect Rights to Secure Global Health”

প্রশ্ন:- সম্প্রতি অযোধ্যার একটি চৌরাস্তার নাম প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের নামে রাখার ঘোষণা করলেন কোন মুখ্যমন্ত্রী ?

উত্তর:- যোগী আদিত্যনাথ

প্রশ্ন:- সম্প্রতি মনিপুর রাজ্যের Poumai Naga অঞ্চলকে কী Zone হিসাবে ঘোষণা করা হলো ?

উত্তর:- Drug-Free Zone

প্রশ্ন:- করোনা মহামারী চলাকালীন তাঁর পরিষেবার কারণে Member of the Royal Order of British Empire (MBE) সম্মান পাচ্ছেন কোন কোম্পানির CEO ?

উত্তর:- Penlon কোম্পানির CEO গুরুস্বামী কৃষ্ণমূর্তি

প্রশ্ন:- সম্প্রতি কোস্টা রিকার রাষ্ট্রপতি পদে চতুর্থবার শপথ গ্রহণ করেছিলেন কে ?

উত্তর:- Rodrigo Chaves

প্রশ্ন:- সম্প্রতি Pulitzer Prize 2022 দ্বারা মরণোত্তর সম্মান পেয়েছিলেন কে ?

উত্তর:- ভারতীয় ফটো জার্নালিস্ট দানিশ সিদ্দিকী

প্রশ্ন:- সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন ?

উত্তর:- Yoon Suk Yeol

প্রশ্ন:- মেয়েদের উচ্চ শিক্ষার জন্য Ladli Laxmi Scheme 2.0 লঞ্চ করলো কোন দেশ ?

উত্তর:- মধ্যপ্রদেশ

প্রশ্ন:- “The Struggle for Police Reforms in India” শিরোনামে বইটির লেখক কে ?

উত্তর:- প্রাক্তন আইপিএস অফিসার প্রকাশ সিং

প্রশ্ন:- সম্প্রতি খবরে থাকা রাখীগঢ়ী নামক হরপ্পা সভ্যতার নিদর্শন জায়গাটি হরিয়ানার কোন জেলায় অবস্থিত?

উত্তর:- হিসার জেলায় অবস্থিত

প্রশ্ন:- সম্প্রতি পরম বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত হয়েছিলেন কে ?

উত্তর:- ভারতের বর্তমান সেনা প্রধান মনোজ পান্ডে

প্রশ্ন:- ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে ?

উত্তর:- রাজীব কুমার

প্রশ্ন:- মধু সংক্রান্ত পর্যটনের বিকাশ ঘটাতে ভারতে প্রথম “Village of Honey” হতে চলেছে মহারাষ্ট্রের কোন গ্রামটি ?

উত্তর:- মাংঘর গ্রামটি

প্রশ্ন:- ৫০০০ মিটার রেসে বাহাদুর প্রসাদের ৩০ বছর আগের রকর্ড ভেঙ্গে দিয়েছিলেন কে ?

উত্তর:- অভিনাশ সবল

প্রশ্ন:- ভারতের প্রথম বায়ো গ্যাস চালিত বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশনের উদ্বোধন করা হলো কোন শহরে ?

উত্তর:- মুম্বাইয়ে

Leave a Comment