Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-2]

প্রশ্ন:- ২০২২-২৪ সালের জন্য Association of Asian Election Authorities (AAEA)-এ সভাপতিত্ব করবে কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- সম্প্রতি শ্রীলঙ্কার প্রধামন্ত্রী পদে কে নিযুক্ত হলেন ?

উত্তর:- Ranil Wickremesinghe

প্রশ্ন:- 12th IBA Womens World Boxing Championships শুরু হলো কোন দেশে ?

উত্তর:- তুর্কির ইস্তানবুলে

প্রশ্ন:- প্রথম এশিয়ান দেশ হিসাবে NATO Cyber Defence Group-এ যোগদান করলো কোন দেশ ?

উত্তর:- দক্ষিণ কোরিয়া

প্রশ্ন:- সম্প্রতি মারা গেলেন বিশ্বের সবথেকে প্রবীণ দাবা গ্র্যান্ড মাস্টার Yuri Averbakh তিনি কোন দেশের ছিলেন ?

উত্তর:- রাশিয়ার

প্রশ্ন:- 2022 Templeton Prize কে পিয়েছিলেন ?

উত্তর:- আমেরিকার নোবেল জয়ী পদার্থবিদ Dr. Frank Wilczek

প্রশ্ন:- Louis Vuitton কোম্পানির প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত কে হয়েছিলেন ?

উত্তর:- দীপিকা পাড়ুকোন

প্রশ্ন:- সম্প্ৰতি Air India কোম্পানির CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছিল ?

উত্তর:- Campbell Wilson

প্রশ্ন:- সম্প্ৰতি Royal Gold Medal 2022 দ্বারা সম্মানিত হলেন কোন ভারতীয় ?

উত্তর:- আর্কিটেক্ট বালকৃষ্ণ দোশী

প্রশ্ন:- সম্প্রতি পশুপালকদের জন্য ‘Chara Bijai Scheme’ লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

উত্তর:- হরিয়ানা রাজ্য সরকার

প্রশ্ন:- প্রথম Khadi Center of Excellence-এর উদ্বোধন করো হল কোন শহরে ?

উত্তর:- নিউ দিল্লিতে

প্রশ্ন:- সম্প্ৰতি Maritime Anti Corruption Network(MACN)-এর ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছিল ?

উত্তর:- রাজেশ উন্নি

প্রশ্ন:- নতুন এবং পুরানো কাস্টমারদের জন্য ‘Express Car Loan’ লঞ্চ করলো কোন Bank ?

উত্তর:- HDFC Bank

প্রশ্ন:- ভারতে প্রথম রাজ্য হিসাবে ১০ গিগা ওয়াট সোলার পাওয়ার ক্যাপাসিটি তৈরি করতে চলেছে কোন রাজ্য ?

উত্তর:- রাজস্থান

প্রশ্ন:- Central Board of Secondary Education(CBSE)-এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?

উত্তর:- নিধি চিববার

প্রশ্ন:- আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ?

উত্তর:- ১৫ই মে এবং এবছরের থিম হলো “Families and Urbanization.”

প্রশ্ন:- সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে ?

উত্তর:- বিপ্লব কুমার দেব

প্রশ্ন:- সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত কোন ক্রিকেটার ?

উত্তর:- Andrew Symonds

প্রশ্ন:- জাতি সংঘে হিন্দি ভাষার প্রোমোট করতে ৮ লক্ষ ডলার দান করলো কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- মনিপুরে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করতে গরীব শিক্ষার্থীদের কোচিং দেবেন কে ?

উত্তর:- ইন্ডিয়ান আর্মি

প্রশ্ন:- Confederation of Indian Industry(CII)-এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- সঞ্জীব বাজাজ

প্রশ্ন:- ‘Trade nxt’ নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন Bank ?

উত্তর:- Union Bank of India

প্রশ্ন:- Forbes’ Highest Paid Athletes 2022 তালিকায় প্রথম স্থানে রয়েছে লিওনেল মেসি তাঁর ইনকাম কত?

উত্তর:- ১৩০ মিলিয়ন ডলার

প্রশ্ন:- Juventus ক্লাবকে ৪-২ গোলে পরাজিত করে Italian Cup 2022 টাইটেল জিতলো কোন ক্লাব ?

উত্তর:- Inter Milan ক্লাব

প্রশ্ন:- 2023 SEA Games হোস্ট করবে কম্বোডিয়া এবং ২০২৫ সালে , ২০২৭ সালে ও ২০২৯ সালে হোস্ট করবে কোন কোন দেশ ?

উত্তর:- ২০২৫ সালে থাইল্যান্ড, ২০২৭ সালে মালেশিয়া এবং ২০২৯ সালে হোস্ট করবে সিঙ্গাপুর

প্রশ্ন:- ইন্দোনেশিয়াকে পরাজিত করে প্রথমবার থমাস কাপ ২০২২ জিতলো কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- সম্প্রতি ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করেছিলেন কে ?

উত্তর:- মানিক সাহা

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment