Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-3]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-3]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- প্রথম রাজ্য হিসাবে পুনরায় Old Pension Scheme চালু করলো কোন রাজ্য ?

উত্তর:- ছত্তিশগড়

প্রশ্ন:- সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত(UAE)-এর পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিল ?

উত্তর:- Sheikh Mohamed bin Zayed

প্রশ্ন:- “Sky Bridge 721” নামে বিশ্বের দীর্ঘতম সাসপেনশন ব্রিজ কোথায় চালু হলো ?

উত্তর:- চেক রিপাবলিকে

প্রশ্ন:- ইরাকে অনুষ্ঠিত Archery Asia Cup 2022 Stage 2-তে ভারত মোট কত গুলি মেডেল জিতেন ?

উত্তর:- ১৪টি মেডেল জিতেন এবং যার মধ্যে ৮টি সোনার, ৪টি রুপোর এবং ২টি ব্রোঞ্জের

প্রশ্ন:- সম্প্রতি “উৎকর্ষ সমারেহ প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল কোথায় ?

উত্তর:- গুজরাটে ভারুচে

প্রশ্ন:- সম্প্রতি ৮২ বছর বয়সে কে মারা গিয়েছিলেন ?

উত্তর:- পদ্মশ্রী প্রাপ্ত সংস্কৃত ও হিন্দি পন্ডিত ড. রমাকান্ত শুক্লা

প্রশ্ন:- সম্প্রতি হায়দ্রাবাদে ন্যাশনাল সাইবার ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধন করেছিলেন কে ?

উত্তর:- অমিত শাহ

প্রশ্ন:- “Youth Tourism Club” তৈরির ঘোষণা করলো কোন Board ?

উত্তর:- Central Board of Secondary Education (CBSE)

প্রশ্ন:- Aster Guardian Global Nursing Award পেয়েছিলেন কে ?

উত্তর:- কেনিয়ার নার্স Anna Qabale Duba

প্রশ্ন:- Forbes Global 2000 Public Company 2022 তালিকায় বিশ্বে Reliance Industries-এর স্থান ৫৩ এবং ভারতে স্থান কত ?

উত্তর:- ভারতের স্থান প্রথম

প্রশ্ন:- 2022 Italian Open-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন সার্বিয়ার Novak Djokovic এবং মহিলা বিভাগে কে জিতেছিলেন ?

উত্তর:- পোল্যান্ডের Iga Swiatek

প্রশ্ন:- প্রথমবার থমাস কাপ জেতার জন্য ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন টিমকে ১ কোটি টাকা ক্যাশ পুরস্কার দেওয়ার ঘোষণা কে করেছিলেন ?

উত্তর:- কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর

প্রশ্ন:- ব্যবসায়ী ও ডিলারদের দ্বারা GST রেজিস্ট্রেশন তালিকায় শীর্ষ স্থানে আছে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র এবং দ্বিতীয় ও তৃতীয় স্থানে কোন কোন রাজ্য রয়েছে ?

উত্তর:- দ্বিতীয় স্থানে গুজরাট এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু

প্রশ্ন:- Axis Bank-এর সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন কোম্পানি?

উত্তর:- SpiceJet এয়ার লাইন কোম্পানি

প্রশ্ন:- সেপ্টেম্বর মাসে WTA – 250 Tennis Championship হোস্ট করবে কোন শহর ?

উত্তর:- চেন্নাই

প্রশ্ন:- সম্প্রতি ‘Girl Empowerment Mission’ লঞ্চ করলেন ?

উত্তর:- NTPC

প্রশ্ন:- Skill India International Centre তৈরি করা হবে কোথায় ?

উত্তর:- বারাণসীতে

প্রশ্ন:- চীনকে পরাজিত করে Uber Cup 2022 জিতলো কোন দেশ ?

উত্তর:- দক্ষিণ কোরিয়া

প্রশ্ন:- International Museum Day পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ?

উত্তর:- ১৮ই মে এবং এবছরের থিম হল The Power of Museums

প্রশ্ন:- মহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে I-League টাইটেল জিতলো কোন ক্লাব ?

উত্তর:- গোকুলম কেরালা ফুটবল ক্লাব

প্রশ্ন:- সম্প্রতি ভারত থেকে কত টন গম আমদানি করবে ইজিপ্ট বা মিশরে ?

উত্তর:- ৫ লক্ষ টন

প্রশ্ন:- ভারতের ৫২তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষিত হলো কোথায় ?

উত্তর:- রাজস্থানের রামগড় বিষধরী টাইগার রিজার্ভ

প্রশ্ন:- সম্প্রতি “ই-লার্নিং স্কিম” লঞ্চ করলো কোন রাজ্য সরকার ?

উত্তর:- হরিয়ানা রাজ্য সরকার

প্রশ্ন:- Women’s T20 Challenge Tournament-এ টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি ?

উত্তর:- My11Circle কোম্পানি

প্রশ্ন:- কনিষ্ঠতম আরব এবং প্রথম সৌদি আরবীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কে ?

উত্তর:- রাহা মহাররক

Leave a Comment