Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-3]

প্রশ্ন:- সম্প্রতি সোমালিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন ?

উত্তর:- হাসান শেখ মহামুদ

প্রশ্ন:- সম্প্রতি Bank of England-এর মেম্বার হিসাবে কে নিযুক্ত হয়েছিল ?

উত্তর:- ড. স্বাতী ধিংরা

প্রশ্ন:- বধিরদের Deaflympics 2022-এ ভারতে ব্যাডমিন্টন খেলায় সোনার মেডেল জিতেছিলেন কে ?

উত্তর:- ভারতের শ্রেয়া সিংলা

প্রশ্ন:- ফ্রান্সের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন ?

উত্তর:- Elizabeth Bourne

প্রশ্ন:- প্রথমবার চাঁদ থেকে আনা মাটিতে চারা গাছ উৎপাদন করলো কোন দেশের গবেষকরা ?

উত্তর:- আমেরিকার গবেষকরা

প্রশ্ন:- সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- সিতিকান্ত পট্টনায়েক এবং রাজীব রঞ্জন

প্রশ্ন:- US National Academy of Sciences-এ কে নির্বাচিত হলেন ?

উত্তর:- ড. কমল বাওয়া

প্রশ্ন:- Larsen and Toubro Ltd (L&T) কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- এস.এন. সুব্রমনিয়ান

প্রশ্ন:- সম্প্ৰতি Royal Enfield মোটর বাইক কোম্পানির নতুন CEO হিসাবে কে নিযুক্ত হয়েছিল ?

উত্তর:- বি. গোবিন্দরাজন

প্রশ্ন:- সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জার্মানিকে অতিক্রম করে বিশ্বে চতুর্থ বৃহত্তম যানবাহন বাজার হলো ভারত এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কোন কোন দেশ রয়েছে ?

উত্তর:- প্রথম স্থানে চীন, দ্বিতীয় স্থানে আমেরিকা এবং তৃতীয় স্থানে জাপান

প্রশ্ন:- 2022 Wangari Maathai Forest Champions Award কে জিতেছিলেন ?

উত্তর:- ক্যামেরুনের পরিবেশকর্মী Cécile Ndjebet

প্রশ্ন:- প্রথম বিদেশি পর্বতারোহী হিসাবে ১৬ বার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কে ?

উত্তর:- ব্রিটেনের Kenton Cool

প্রশ্ন:- সম্প্রতি নেপালে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হয়েছিল ?

উত্তর:- নবীন শ্রীবাস্তব

প্রশ্ন:- ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর:- মুম্বাই।

প্রশ্ন:- ভারতের প্রথম থ্রি ডি ছবি কী?

উত্তর:- মাইডিয়ার কুট্টিচাখান।

প্রশ্ন:- বেদের কয়টি অংশ ও কী কী?

উত্তর:- চারটি-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

প্রশ্ন:- জাপানী যুদ্ধ বিমান কত সালে কলকাতায় বোমা ফেলেছিল?

উত্তর:- ১৮৯২ সালে।

প্রশ্ন:- মানুষ যদি পৃথিবীপৃষ্ঠে ২ মিটার উঁচু লাফাতে পারে তবে চাঁদে কত উচ্চতা লাফাতে
পারবে?

উত্তর:- ১২ মিটার উঁচুতে।

প্রশ্ন:- লবন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?

উত্তর:- গুজরাট।

প্রশ্ন:- ম্যালেরিয়া দেহের কোন অঙ্গকে আক্রমণ করে?

উত্তর:- প্লীহা।

প্রশ্ন:- কোন অ্যাসিডে অক্সিজেন থাকে না?

উত্তর:- হাইড্রোক্লোরিক অ্যাসিড।

প্রশ্ন:- রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট কে হন?

উত্তর:- স্বামী ব্রহ্মানন্দ।

প্রশ্ন:- বেলুড়ের ভুবনবিদিত শ্রী রামকৃষ্ণ মন্দির, কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর:- ১৯৩৮ সালে।

প্রশ্ন:- কার্টুন শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর:- ইতালীর শব্দ Cartone ও ডাচ শব্দ ‘ Kartor’ থেকে, যার অর্থ দৃঢ় ও ভারি কাগজ
বা পিচবোর্ড। আসলে কার্টুন চিত্র আঁকা হতো এই জাতীয় শক্ত বোর্ডের ওপর আর তার
থেকেই এরকম নামের উৎপত্তি।

প্রশ্ন:- কমিক্স (Comics) শব্দটির উৎপত্তি কোথা থেকে?

উত্তর:- ল্যাটিন শব্দ (Komikos) থেকে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।

Leave a Comment