Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-4]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-4]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- একটা ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে?

উত্তর:- ৫০ ঘণ্টা লাগে।

প্রশ্ন:- আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়?

উত্তর:- আফ্রিকায়।

প্রশ্ন:- সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?

উত্তর:- ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

প্রশ্ন:- ইলেকট্রিক ইল মাছ কত ভোল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে?

উত্তর:- ৬৫০ ভোল্ট।

প্রশ্ন:- মিষ্টি জলের শতকরা ৯০ ভাগ পাওয়া যায় কোথা থেকে?

উত্তর:- ভূ-গর্ভস্থ জল হিসাবে।

প্রশ্ন:- হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা কে?

উত্তর:- লালা লাজপত রায়।

প্রশ্ন:- বাতাসে শব্দের গতিবেগ কত?

উত্তর:- প্রতি সেকেণ্ডে ৩০০ মিটার।

প্রশ্ন:- বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওর জন্ম কোন শহরে?

উত্তর:- ইতালির পিসা শহরে।

প্রশ্ন:- সুপ্রীম কোর্টে ক’জন বিচারপতি থাকেন ?

উত্তর:- ১ (প্রধান), ২৫ বা ২৬ জন

প্রশ্ন:- কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট কে হন?

উত্তর:- বঙ্কি মচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু।

প্রশ্ন:- বিশ্বভারতীয় কলাবিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন কে?

উত্তর:- নন্দলাল বসু।

প্রশ্ন:- চারশ বছর ধরে বৃষ্টি হয়নি এমন জায়গা কোথায় আছে?

উত্তর:- চিলির মরুভূমি।

প্রশ্ন:- ভগ্নী নিবেদিতার জন্ম কবে হয় ও কোথায়?

উত্তর:- ১৮৬৭ সালে আয়ারল্যাণ্ডে।

প্রশ্ন:- মানব দেহের সবচেয়ে বলবান পেশী কোনটি?

উত্তর:- চোয়ালের পেশী।

প্রশ্ন:- সবাক চলচ্চিত্র কে আবিষ্কার করেন?

উত্তর:- টমাস আলভা এডিশন।

প্রশ্ন:- কন্যা কুমারীর ইংরেজি নাম কি?

উত্তর:- Cape Comorin |

প্রশ্ন:- ডাচ কাদের বলা হয়?

উত্তর:- নেদারল্যাণ্ডের অধিবাসীদের।

প্রশ্ন:- কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় কবে?

উত্তর:- ১৮৩৫ সালের ২৮ শে জানুয়ারী।

প্রশ্ন:- দুটি আঙ্গুলের ছাপ মেলানো যায় কোন যন্ত্রের দ্বারা ?

উত্তর:- ভেরিড (Veried)।

প্রশ্ন:- মোনালিসা ছবির মডেল ছিলেন কে?

উত্তর:- ইসাবেলা নামে এক সুন্দরী মহিলা।

প্রশ্ন:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে উপন্যাস লেখেন?

উত্তর:- ১৪ বছর।

প্রশ্ন:- একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতুটা রক্ত বাহক থাকে?

উত্তর:- ১ লক্ষ মাইল।

প্রশ্ন:- প্রথম বাঙালী ইঞ্জিনিয়ার কে?

উত্তর:- নীলমনি মিত্র।

প্রশ্ন:- ভারতবর্ষের লোকেরা কতটি মূল ভাষা ও অন্যান্য ভাষায় কথা বলে?

উত্তর:- ১৫টি মূল ভাষা ও ৮৫৭ টি আঞ্চলিক ও অন্যান্য ভাষায় কথা বলে।

প্রশ্ন:- ভারতীয় রেলওয়ের দীর্ঘতম রেলপথ কোনটি?

উত্তর:- কাশ্মীর থেকে কন্যাকুমারী (৩,৭৫০ কিলোমিটার) যেতে সময় লাগে ৪৭ ঘণ্টা।

Leave a Comment