Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-4]

প্রশ্ন:- ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লির কোথায় অবস্থিত?

উত্তর:- রাইসিনা হিলে।

প্রশ্ন:- হাতির দাঁত করার পড়ে?

উত্তর:- ছ’বার দাঁত পড়ে আবার নতুন করে গজায়।

প্রশ্ন:- লণ্ডনের পুলিশদের কী বলা হয়?

উত্তর:- ববিস (Bobbies)।

প্রশ্ন:- কোথাকার গাই-এর দুধের রঙ গোলাপি?

উত্তর:- হিমালয়ান চমরীগাই।

প্রশ্ন:- আমাদের মস্তিষ্ক কত ধরণের গন্ধকে আলাদা ভাবে চিনতে পারে?

উত্তর:- ১০, ০০০ বিভিন্ন ধরণের গন্ধ ।

প্রশ্ন:- বরফ কখনই গলবে না কী উপায়?

উত্তর:- তরল অ্যামোনিয়ার রাখলে।

প্রশ্ন:- প্রথম এভারেষ্ট শৃঙ্খবিজয়ীর কী নাম এবং কত বছর বয়সে কবে প্রয়াত হলেন?

উত্তর:- এডমণ্ড হিলারী ৮৮ বছর বয়সে প্রয়াত হন, ২০০৮ সালে।

প্রশ্ন:- ই. ভি. এম. বা ইলেকট্রনিক বোটিং মেশিন ভারতে প্রথম ব্যবহার করা হয় কবে?

উত্তর:- প্রথম ব্যবহার করা হয় পরীক্ষামূলক ভাবে কেরলে পারুর বিধান সভা নির্বাচন
কেন্দ্রে ১৯৮২ সালে।

প্রশ্ন:- হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন?

উত্তর:- কারন হাইড্রোজেন বাতাসের চেয়ে হাল্কা বলে।

প্রশ্ন:- ভারতের বিজ্ঞান নগরী কোনটি?

উত্তর:- বেঙ্গালুরু।

প্রশ্ন:- পৃথিবীতে সর্ব প্রথম ইন্টারনেট ব্যবস্থার প্রচলন করে কোন সংস্থা?

উত্তর:- APERNET নামে একটি সংস্থা।

প্রশ্ন:- ইন্টারনেট কী?

উত্তর:- সারা বিশ্বের যোগাযোগের আধুনিকতা মাধ্যম।

প্রশ্ন:- কলকাতায় প্রথম কবে রিক্সা চলে?

উত্তর:- ১৯০০ খ্রিস্টাব্দে জাপান থেকে সাংহাই
হয়ে‘ডিনে রিকশ’ (জাপানি শব্দ, যার মানে মানুষটানা গাড়ি) কলকাতায় আসে ৷

প্রশ্ন:- প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জন-গন-মন’ গাওয়া হয়?

উত্তর:- ভারতের জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ।

প্রশ্ন:- লিপ ইয়ার ছাড়া বছরগুলোতে কোন তারিখ বছরের ঠিক মাঝখানে আসে?

উত্তর:- ২ রা জুলাই।

প্রশ্ন:- ভারতে প্রথম ট্রেন কবে চালু হয়?

উত্তর:- ১৫ই এপ্রিল আগস্ট, ১৮৫৩ (বম্বে-থানে)।

প্রশ্ন:- চোখের জলে কী জাতীয় লবণ থাকে?

উত্তর:- সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম কার্বোনেট।

প্রশ্ন:-মুদ্র জলে কত প্রকার লবণ পাওয়া যায়?

উত্তর:- ৪৭ প্রকার।

প্রশ্ন:- আর্য শব্দের অর্থ কী?

উত্তর:- বিশ্বস্ত জন।

প্রশ্ন:- পৃথিবীতে প্রথম অভিধান রচনা করেন কে?

উত্তর:- স্যামুয়েল জনসন।

প্রশ্ন:- কাঠ পেন্সিলের শিস কি দিয়ে তৈরী হয়?

উত্তর:- গ্রাফাইট।

প্রশ্ন:- পাতাল রেল প্রথম কোন দেশে চালু হয়?

উত্তর:- লণ্ডনে ।

প্রশ্ন:- সিংহ কোন দেশের জাতীয় প্রতীক?

উত্তর:- বুলগেরিয়া।

প্রশ্ন:- পশ্চিমবঙ্গের জাতীয় সরোবর কোনটি?

উত্তর:- কলকাতা রবীন্দ্র সরোবর।

প্রশ্ন:- (PVC) এর পুরো নাম কী?

উত্তর:- পলি ভিনাইল ক্লোরাইড।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।

Leave a Comment