Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-5]

প্রশ্ন:- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

উত্তর:- শ্রীমতী বন্দর নায়েক (শ্রীলঙ্কা)।

প্রশ্ন:- কোন্ দেশে তিন মাসের শিশুকে সাঁতার শিখানো হয়?

উত্তর:- পশ্চিম জার্মানীতে।

প্রশ্ন:- কোন্ প্রাণী পিছনের দিকে সাঁতার কাটে?

উত্তর:- অক্টোপাশ নামক সামুদ্রিক প্রাণী।

প্রশ্ন:- কোন্ পাখী উড়ন্ত অবস্থায় ডিম পারে?

উত্তর:- হোমা পাখী।

প্রশ্ন:- কোন্ পাখী বালু, মাটি ও পাথর ইত্যাদি দ্বারা বাসা তৈরী করে?

উত্তর:- অষ্ট্রেলিয়ার মেগাপোড পাখী (Megapode) তৈরী করে, এদের বাসা খুব বড় হয়।

প্রশ্ন:- কোন্ পাখী কুকুরের মত ঘেউ করে ডাকে?

উত্তর:- দক্ষিণ আমেরিকার চিলিতে গভীর জঙ্গলে এক ধরণের পাখী আছে। এদের নাম
গুইডগাইড’Gujdguid। এরো কুকুরে মত ঘেউ ঘেউ করে ডাকে।

প্রশ্ন:- কোন্ পাখী ফুল দিয়ে নিজের ঘর সাজায় ?

উত্তর:- নিউগিনির জঙ্গলের ধারে এই পাখি প্রচুর দেখা যায়—“রো মালীপাখী”, এরা
কুঁড়ে ঘরে মত ঘর বানায়। সামনে বাগান করে রঙিন ফুল আর ঝিনুক দিয়ে মনের মত
ঘর সাজায়।

প্রশ্ন:- তাজমহলের উচ্চতা কত ?

উত্তর:- ২৪৩ ফুট ৬ ইঞ্চি।

প্রশ্ন:- চারমিনারের উচ্চতা কত?

উত্তর:- ১৬০ ফুট।

প্রশ্ন:- ভিক্টোরিয়া মেমোরিয়ালের উচ্চতা কত ?

উত্তর:- ১৮২ ফুট।

প্রশ্ন:- কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত ?

উত্তর:- ২৮, ২০৮ফুট।

প্রশ্ন:- ISSF World Cup 2022-এ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কোন দেশ কি জিতলো?

উত্তর:- ভারতীয়মহিলা টিম সোনার মেডেল জিতলো

প্রশ্ন:- AAYU নামে স্বাস্থ্য সংক্রান্ত অ্যাপ লঞ্চ করলো কে ?

উত্তর:- কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসুবরাজ মুম্বাই বোম্মাই

প্রশ্ন:- UNICEF-এর দ্বারা Immunisation Champion Award-এ সম্মানিত হলেন কে ?

উত্তর:- RJ Umar Nisar মেক্সিকান রেসিং কার।

প্রশ্ন:- Monaco F1 Grand Prix 2022 টাইটেল জিতলেন কে ?

উত্তর:- মেক্সিকান রেসিং কার ড্রাইভার Sergio Pérez।

প্রশ্ন:- সম্প্রতি ৫৩ বছর বয়সে প্রয়াত সঙ্গীত KK-র পুরো নাম কি ?

উত্তর:- কৃষ্ণকুমার কুন্নথ।

প্রশ্ন:- V Shantaram Lifetime Achievement Award দ্বারা সম্মানিত হলেন কে ?

উত্তর:- ফিল্ম মেকার সঞ্জিত নারবেকার।

প্রশ্ন:-National Assets Reconstruction Company Ltd (NARCL)-এরম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- নটরাজন সুন্দর।

প্রশ্ন:- Param Ananta নামে সুপার কম্পিউটারটি ইনস্টল করা হলো কোথায় ?

উত্তর:- IIT Gandhinagar-এ।

প্রশ্ন:- ভারতে প্রথম India Post-এর পারসেল ড্রোনের মাধ্যমে ডেলিভার করছে কোন রাজ্য?

উত্তর:- গুজরাট।

প্রশ্ন:- সম্প্রতি কর্ণাটকের নতুন চিফ সেক্রেটারি পদে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- বন্দিতা শৰ্মা।

প্রশ্ন:- বিশ্ব জল দিবস পালন করা হয় কবে এবং এবছের থিম কী ?

উত্তর:- ২২শে মার্চ; এবছরের থিম হলো “ভূগর্ভস্থ জল, অদৃশ্যকে দৃশ্যমান করা”

প্রশ্ন:- মালদ্বীপ সরকারের দ্বারা ‘Sports Icon’ অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ভারতীয় কোন ক্রিকেটার ?

উত্তর:- সুরেশ রায়না

প্রশ্ন:- 2022 Sportstar Aces Awards অনুষ্ঠানে পুরুষ বিভাগে ‘Sportstar of the Year’ অ্যাওয়ার্ড কে পেলেন এবং মহিলা বিভাগে কে পেয়েছিলেন ?

উত্তর:- পুরুষ বিভাগে পান নিরাজ চোপড়া এবং মহিলা বিভাগে পেলেন মীরাবাই চানু

প্রশ্ন:- আরো ৫ বছরের জন্য Tata Consultancy Services (TCS)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে পুনরায় নিযুক্ত কে হয়েছিলেন ?

উত্তর:- রাজেশ গোপীনাথন

 ╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

 অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment