Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-6]

প্রশ্ন:- Global House Price Index Q42021-এ ভারতের স্থান ৫১; প্রথমস্থানে রয়েছে কোন দেশ ?

উত্তর:- তুর্কি

প্রশ্ন:- কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল-এ বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করলেন কে ?

উত্তর:- নরেন্দ্র মোদী

প্রশ্ন:- আগত আইপিএল ২০২২-এ Chennai Super Kings টিমের অধিনায়কত্ব রবীন্দ্র জাদেজাকে কে হস্তান্তর করেছিলেন ?

উত্তর:- মহেন্দ্ৰ সিং ধোনি

প্রশ্ন:- “Unfilled Barrels India’s oil story” শিরোনামে বইটির লেখক কে ?

উত্তর:- রিচা মিশ্র

প্রশ্ন:- কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন ?

উত্তর:- বিনোদ জি. খান্ডারে

প্রশ্ন:- সম্প্ৰতি Green Deposits Programme করলো কোন Bank ?

উত্তর:- DBS Bank India

প্রশ্ন:- সম্প্রতি উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার নির্বাচনে জিতলেন কে?

উত্তর:- পুষ্কর সিং ধামী

প্রশ্ন:- সম্প্রতি কোন দেশটি বিশ্বের উষ্ণতম স্থানের তকমা পেল; সম্প্রতি এর উষ্ণতা ৫৩.২ ডিগ্রি পৌঁছে গিয়েছিল ?

উত্তর:- কুয়েত

প্রশ্ন:- সম্প্ৰতি 13th World Para Athletics Grand Prix 2022 শুরু হলো কোন শহরে ?

উত্তর:- দুবাইয়ে

প্রশ্ন:- সম্প্রতি CSK ক্রিকেট টিমের সাথে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন Bank ?

উত্তর:- ICICI Bank

প্রশ্ন:- সম্প্রতি পেমেন্টের ক্ষেত্রে ডিজিটাল কারেন্সি বা সম্পত্তি ব্যান করতে চলেছে কোন দেশ ?

উত্তর:- থাইল্যান্ড

প্রশ্ন:- বাংলাদেশকে পরাজিত করে SAFF U-18 Women’s Championship 2022 টাইটেল জিতলো কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- FIFA World Cup 2022-এর অফিসিয়াল স্পনসর হলো ভারতীয় কোন কোম্পানি ?

উত্তর:- Byju’s

প্রশ্ন:- আফ্রিকান কালো গন্ডারকে বাঁচাতে প্রথমবার Wildlife Conservation Bond ইস্যু করলো কোন ব্যাঙ্ক ?

উত্তর:- বিশ্ব ব্যাঙ্ক

প্রশ্ন:- Bersama Shield 2022 নামে মিলিটারি অনুশীলন হোস্ট করবে কোন দেশ ?

উত্তর:- মালয়েশিয়া

প্রশ্ন:- স*ম্প্রতি ৭৪ বছর বয়সে মারা গেলেন “GIF” নামক ফটো ফাইল ফরম্যাটের উদ্ভাবক কে ?

উত্তর:- Stephen Wilhite

প্রশ্ন:- জমির মালিকানা ট্র্যাক করতে ভারতে প্রথম গ্রামের ডাইনামিক ম্যাপ লঞ্চ করতে চলেছে কোন রাজ্য ?

উত্তর:- বিহার

প্রশ্ন:- সম্প্রতি “Maya” নামে হোয়াটস অ্যাপ চ্যাটবট লঞ্চ করলো কেরালার কোন মন্ত্রী ?

উত্তর:- পর্যটন মন্ত্রী

প্রশ্ন:- হরিণ ধরার জন্য আফ্রিকান Boma Technique ব্যবহার করছে রাজস্থানের কোন পার্ক ?

উত্তর:- কেওলাদেও ন্যাশনাল পার্ক

প্রশ্ন:- সম্প্ৰতি Maruti Suzuki কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে ?

উত্তর:- জাপানের Hisashi Takeuchi

প্রশ্ন:- Governor of The Year Award 2022 জিতেছিলেন কে ?

উত্তর:- চিলির সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মারিও মার্সেল

প্রশ্ন:- World Theatre Day পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ?

উত্তর:- ২৭শে মার্চ এবছরের থিম হলো “থিয়েটার এবং শান্তির সংস্কৃতি।”

প্রশ্ন:- Reserve Bank Innovation Hub (RBIH)-এর প্রথম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন ?

উত্তর:- কৃশ গোপালাকৃষ্ণন

প্রশ্ন:- Hwasong-17 নামে ব্যালিস্টিক মিসাইল সফলভাবে টেস্ট ফায়ার করলো কোন দেশ ?

উত্তর:- উত্তর কোরিয়া

প্রশ্ন:- Badminton Association of India(BAI)-এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় কে নিযুক্ত হয়েছিলেন ?

উত্তর:- হিমন্ত বিশ্ব শৰ্মা

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment