Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-7]

দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-7]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।

প্রশ্ন:- সম্প্রতি International Labour Organization (ILO)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন ?

উত্তর:- Gilbert Houngbo

প্রশ্ন:- Broadcast Audience Research Council (BARC India)-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন ?

উত্তর:- শশী সিনহা

প্রশ্ন:- ‘Sunday Street’ ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন পুলিশ ?

উত্তর:- মুম্বাই পুলিশ

প্রশ্ন:- ‘The Book of Bihari Literature’ শিরোনামে বইটির লেখক কে ?

উত্তর:- অভয় কে.

প্রশ্ন:- NITI Aayog’s Export Preparedness Index 2021-এ প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে রাজ্য রয়েছে ?

উত্তর:- প্রথম স্থানে গুজরাট, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ও তৃতীয় স্থানে কর্ণাটক

প্রশ্ন:- দিল্লিতে ১০ দিন ব্যাপী “ভারত ভাগ্য বিধাতা” নামে ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন কে ?

উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

প্রশ্ন:- ৫ই অক্টোবর দিনটিকে প্রতিবছর জাতীয় ডলফিন দিবস হিসাবে পালনের ঘোষণা করলেন কোন মন্ত্রী ?

উত্তর:- কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব

প্রশ্ন:- ভারতের প্রথম স্টিল রোড উদ্বোধন করা হলো কোথায় ?

উত্তর:- গুজরাটের সুরাটে

প্রশ্ন:- সম্প্রতি উত্তরাখণ্ড বিধানসভার প্রথম মহিলা স্পিকার হিসাবে কে নির্বাচিত হলেন?

উত্তর:- ঋতু খান্দুরি

প্রশ্ন:- সম্প্রতি ভারত ও রাশিয়া তাদের মিউচ্যুয়াল ব্যবসার ক্ষেএে ডলারের পরিবর্তে কী ব্যবহারের সিদ্ধান্ত নিলেন?

উত্তর:- নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিল

প্রশ্ন:- IPL 2022-এর প্রথম ম্যাচ খেলা হলো কোন কোন টিমের মধ্যে ?

উত্তর:- KK CSK টিমের মধ্যে

প্রশ্ন:- সম্প্রতি বিশ্বের নং ১ মহিলা টেনিস লায়াড় হয়েছিলেন কে ?

উত্তর:- পোল্যান্ডের ইগা স্বিয়াটেক

প্রশ্ন:- ভারতের প্রথম অ্যালুমিনিয়াম বডি মেট্রো ট্রেন চালু করা হচ্ছে পুনেতে; এটি বানিয়েছে কোন কোম্পানি ?

উত্তর:- পশ্চিমবঙ্গের টিটাগড় ওয়াগন কোম্পানি

প্রশ্ন:- North Atlantic Treaty Organization(NATO)-র সেক্রেটারি জেনারেল হিসাবে Jens Stoltenberg বহাল থাকবেন কত সাল পর্যন্ত?

উত্তর:- ২০২৩ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত

প্রশ্ন:- সম্প্রতি ৮১ বছর বয়সে মারা গেলেন ভারতের কোন বিচারপতি এবং তিনি কত তম বিচারপতি ছিলেন ?

উত্তর:- আর.সি. লাহতি তিনি ৩৫তম প্রধান বিচারপতি ছিলেন

প্রশ্ন:- ভারতের প্রথম রাজ্য হিসাবে Uniform Civil Code-এর রূপায়ণ করছে কোন রাজ্য ?

উত্তর:- উত্তরাখণ্ড

প্রশ্ন:- 2022 Swiss Open Super 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছিলেন কে ?

উত্তর:- ভারতের পি.ভি. সিন্ধু

প্রশ্ন:- সাম্প্রতিক UNEP Report অনুযায়ী, বিশ্বের সবথেকে শব্দ দূষিত শহর গুলি কী?

উত্তর:- প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ এবং তৃতীয় স্থানে পাকিস্তানের ইসলামাবাদ

প্রশ্ন:- অস্কার ২০২২-এ সেরা অভিনেতার তকমা পেলেন কোন অভিনেতা ও অভিনেএী ?

উত্তর:- Will Smith এবং সেরা অভিনেত্রীর তকমা পেলেন আমেরিকার Jessica Chastain

প্রশ্ন:- Stockholm Water Prize 2022 জিতেছিলেন কে ?

উত্তর:- Emeritus Wilfried Brutsaert

প্রশ্ন:- সম্প্রতি ‘Covid Champion’ অ্যাওয়ার্ড কে জিতেন ?

উত্তর:- কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট

প্রশ্ন:- 20th National Para Athletics Championships শুরু হয় কোন রাজ্য ?

উত্তর:- উড়িষ্যায়

প্রশ্ন:- PARAM Shakti নামে পেটাস্কেল সুপার কম্পিউটারটি উদ্বোধন করা হলো কোথায় ?

উত্তর:- IIT Kharagpur-এ

প্রশ্ন:- সম্প্রতি শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য মালদ্বীপের সাথে চুক্তি স্বাক্ষর করলো কোন দেশ ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- আবু ধাবির Yas Island-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বলিউডকোন অভিনেতা ?

উত্তর:- রণবীর সিং

Leave a Comment