প্রশ্ন:- ভোপালে অনুষ্ঠিত Obaidullah Khan Heritage Hockey Cup টুর্নামেন্ট কে জিতলো ?
উত্তর:- ইন্ডিয়ান রেলওয়ে টিম
প্রশ্ন:- বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কী ?
উত্তর:- ৩রা মার্চ এবছরের থিম হলো “Recovering key species for ecosystem restoration”
প্রশ্ন:- সম্প্রতি রাস্তার পশুদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা কোন শহর চালু করলো ?
উত্তর:- চেন্নাই
প্রশ্ন:- 31st Southeast Asian Games অনুষ্ঠিত হবে কী নামে ?
উত্তর:- ভিয়েত নামে
প্রশ্ন:- ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত ISSF World Cup-এ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার মেডেল জিতলেন কোন ভারতীয় ?
উত্তর:- শ্যুটার সৌরভ চৌধুরী
প্রশ্ন:- সম্প্রতি BharatPe কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেছিলেন কে ?
উত্তর:- অশনীর গ্রোভার
প্রশ্ন:- সম্প্রতি মহারাষ্ট্রের চিফ সেক্রেটারী হিসাবে কে নিযুক্ত হন ?
উত্তর:- মানু কুমার শ্রীবাস্তব
প্রশ্ন:- বিশ্বের বৃহত্তম এরোপ্লেন Antonov An-225 Mriya-কে ধ্বংস করলো কোন দেশ ?
উত্তর:- রাশিয়া
প্রশ্ন:- ‘Ungalil Oruvan’ শিরোনামে আত্মজীবনী লিখলেন তামিলনাড়ুর বর্তমান কোন মুখ্যমন্ত্রী ?
উত্তর:- এম.কে. স্টালিন
প্রশ্ন:- সম্প্রতি ৬ মাসের জন্য সম্পূর্ণ রাজ্যকে ‘Disturbed Area’ হিসাবে ঘোষণা করলো কোন রাজ্য ?
উত্তর:- আসাম
প্রশ্ন:- International Lending Agency-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে ?
উত্তর:- জুনাইদ কামাল আহমেদ
প্রশ্ন:- সম্প্ৰতি TIME100 Impact Award জিতলেন বলিউড কোন অভিনেত্রী?
উত্তর:- দীপিকা পাড়ুকোন
প্রশ্ন:- আইপিএল ২০২২-এ Kolkata Knight Riders টিমের অফিসিয়াল স্পনসর করলো কোন কোম্পানি ?
উত্তর:- 1 Finance কোম্পানি
প্রশ্ন:- ‘Modi Story’ নামে পোর্টাল লঞ্চ করেছিলেন কে ?
উত্তর:- মহাত্মা গান্ধীর নাতনি সুমিত্রা গান্ধী কুলকার্নি
প্রশ্ন:- Balikatan 2022′ নামে কে মিলিটারি ড্রিল যৌথভ অয়োজন করেছিল ?
উত্তর:- ফিলিপাইন ও আমেরিকা
প্রশ্ন:- 2022 Saudi Arabian Grand Prix জিতেছিলেন কে ?
উত্তর:- বেলজিয়াম-ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen
প্রশ্ন:- “Burgundy Winters in Europe” শিরোনামে প্রথম বইটির লেখক কে ?
উত্তর:- প্রণয় পাতিল
প্রশ্ন:- ASSOCHAM-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন কে ?
উত্তর:- সুমন্ত সিনহা
প্রশ্ন:- সম্প্রতি চন্ডিগড়ে Command & Control Centre-এর উদ্বোধন করেছিলেন কে ?
উত্তর:- অমিত শাহ
প্রশ্ন:- সম্প্রতি গোয়া বিধান সভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছিলেন ?
উত্তর:- রমেশ তাবড়কর
প্রশ্ন:- বিশ্বের বৃহত্তম ক্যুরিয়ার কোম্পানি FedEx-এর নতুন CEO ও প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় ?
উত্তর:- বংশোদ্ভুত রাজ সুব্রমনিয়াম
প্রশ্ন:- জাতীয় সুরক্ষা দিবস কবে পালন করা হয় এবং এবছরের থিম কী ?
উত্তর:- ৪ঠা মার্চ এবছরের থিম হল Nurture young minds – Develop safety culture’
প্রশ্ন:- সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত ?
উত্তর:- ১.৩০ লক্ষ কোটি টাকা
প্রশ্ন:- রাজস্থানের পোখরানে Exercise Vayu Shakti কে অনুষ্ঠিত করবেন ?
উত্তর:- ইন্ডিয়ান এয়ার ফোর্স
প্রশ্ন:- Yash Raj Films কোম্পানির CEO হিসাবে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- অক্ষয় বিধানি
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।