দৈনিক সাধারণ জ্ঞান (Daily GK) দেশে অনুষ্ঠিত সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বেশিরভাগ উচ্চাকাঙ্ক্ষী ছাত্র এতে ভাল নম্বর করতে অসুবিধা বোধ কর। এইজন্য বর্তমান সময়ে, যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য Daily GK খুব গুরুত্বপূর্ণ। আজকের পর্বে কয়েকটি Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-8]-এর প্রশ্ন ও উত্তর থাকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে তাদের দেখে নেওয়া হোক।
প্রশ্ন:- LIC Mutual Fund-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসাবে কে নিযুক্ত হলেন ?
উত্তর:- টি.এস. রামাকৃষ্ণন
প্রশ্ন:- দুর্যোগ সম্ভাবনাযুক্ত আবহাওয়াকে স্যাটেলাইট লঞ্চ করলো NASA যেটির নাম কী ?
উত্তর:- GOES-T
প্রশ্ন:- 2021 Billionaires’ Population রিপোর্টে ভারতের স্থান কত এবং প্রথম ও দ্বিতীয় স্থানে কে রয়েছে ?
উত্তর:- ভারতের স্থান তৃতীয় প্রথমস্থানে আছে আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন
প্রশ্ন:- সম্প্রতি ইউরো পিয়ান ইউনিয়নে যোগদান করলো কেন দেশ ?
উত্তর:- ইউক্রেন
প্রশ্ন:- IPL-এ Punjab Kings টিমের ক্যাপ্টেন হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- মায়াঙ্ক আগার্বাল
প্রশ্ন:- বুলগেরিয়াতে অনুষ্ঠিত 73rd Strandja Memorial Boxing Tournament-এ ভারতের কে সোনার মেডেল জিতেন ?
উত্তর:- নিখাত জারিন এবং নিতু সোনার মেডেল জিতেন
প্রশ্ন:- Sustainable Development Index 2021-এ ভারতের স্থান কত এবং প্রথম দ্বিতীয়ও তৃতীয় কে রয়েছে ?
উত্তর:- ভারতের স্থান ১২০ প্রথম স্থানে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে সুইডেন ও তৃতীয় স্থানে ডেনমার্ক
প্রশ্ন:- শিবরাত্রি উপলক্ষ্যে ১০ মিনিট ধরে ১১.৭৬ লক্ষটি প্রদীপ জ্বালিয়ে গিনেস রেকর্ডে নাম তুললো কোন শহর ?
উত্তর:- মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর
প্রশ্ন:- Jet Airways কোম্পানির CEO হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- সঞ্জীব কাপুর
প্রশ্ন:- সম্প্রতি ৫২ বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ান কোন স্পিনার ?
উত্তর:- শেন ওয়ার্ন
প্রশ্ন:- Bharti AXA Life Insurance কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন অভিনেত্রী ?
উত্তর:- বিদ্যা বালান
প্রশ্ন:- উত্তরপ্রদেশের আগ্রাতে 19th Military Cooperation Meeting এর আয়োজন করলো কোন দেশ ?
উত্তর:- ভারত ও আমেরিকা
প্রশ্ন:- অরুণাচলপ্রদেশের হল্লঙ্গীতে গ্রীনফিল্ড এয়ারপোর্ট কে তৈরি করছে ?
উত্তর:- Airport Authority of India(AAI)
প্রশ্ন:- 12th DefExpo 2022 হোস্ট করবে গুজরাটের কোন শহর ?
উত্তর:- গান্ধীনগর
প্রশ্ন:- মান্নার উপসাগরে ভারতের প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র স্থাপন করতে চলেছে কোন সরকার ?
উত্তর:- তামিলনাড়ু সরকার
প্রশ্ন:- ‘Anubhav’ নামে চলমান শো রুম লঞ্চ করলো কোন কোম্পানি ?
উত্তর:- Tata Motors
প্রশ্ন:- Tata IPL 2022-এর অফিসিয়াল পার্টনার কে হলেন ?
উত্তর:- RuPay
প্রশ্ন:- ভারত ও বাংলাদেশের মধ্যে Commerce Secretary Level Meeting অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?
উত্তর:- নিউ দিল্লিতে
প্রশ্ন:- সম্প্রতি স্বদেশ দর্শন অ্যাওয়ার্ড লঞ্চ কে করলো ?
উত্তর:- কেন্দ্রীয় পর্যটন মন্ত্ৰক
প্রশ্ন:- রোগ থেকে ফসল রক্ষা করার জন্য বায়োডিগ্রেডেবল ন্যানো পার্টিকেল উদ্ভাবন করলেন কোন গবেষকরা ?
উত্তর:- IIT Kanpur-এর গবেষকরা
প্রশ্ন:- ২০২২ উইন্টার প্যারালিম্পিক গেমস থেকে ব্যান করা হয় কোন দেশ কে ?
উত্তর:- রাশিয়া ও বেলারুশকে
প্রশ্ন:- ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য Google Cloud কোম্পানির সাথে পার্টনারশিপ গড়লো কোন কোম্পানি ?
উত্তর:- Mahindra কোম্পানি
প্রশ্ন:- সম্প্ৰতি Additional Solicitor General(ASG)-এর পদ থেকে পদত্যাগ কাকে করলেন ?
উত্তর:- আমান লেখি
প্রশ্ন:- বিদ্যুৎচালিত চার চাকা গাড়ির জন্য ভারতের বৃহত্তম চার্জিং স্টেশন চালু হয়েছিল কোথায় ?
উত্তর:- হরিয়ানার গুরুগ্রামে
প্রশ্ন:- সাম্প্রতিক রিপোর্ট অনুয়ায়ী, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি ?
উত্তর:- ভারত ও পাকিস্তান