প্রশ্ন:- বিহারের প্রথম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট কোথায় তৈরি হয়েছে ?
উত্তর:- দারভাঙ্গা
প্রশ্ন:- মুম্বাইয়ে ভারতের প্রথম “Jio World Centre” চালু করলো কোন কোম্পানি ?
উত্তর:- Reliance Industries
প্রশ্ন:- Financial Action Task Force (FATF)-এর গ্রে লিস্টেই পুনরায় বহাল থাকলো কোন দেশে ?
উত্তর:- পাকিস্তান
প্রশ্ন:- Telecom Disputes Settlement and Appellate Tribunal (TDSAT)-এর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছিল ?
উত্তর:- দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ধিরুভাই নারানভাই প্যাটেল
প্রশ্ন:- Twitter India-র পাবলিক পলিসির হেড হিসাবে নিযুক্ত কে হয়েছিলেন ?
উত্তর:- সমীরণ গুপ্ত
প্রশ্ন:- সম্প্ৰতি ‘Camel Protection and Development Policy’ লঞ্চ করলেন কোন সরকার ?
উত্তর:- রাজস্থান সরকার
প্রশ্ন:- 2022 Mobile World Congress অনুষ্ঠিত হয়েছিল কোথায় ?
উত্তর:- স্পেনের বার্সেলোনায়
প্রশ্ন:- ২০২২ উইন্টার প্যারালিম্পিক গেমস শুরু হলো কোন দেশে ?
উত্তর:- চীনের বেজিংয়ে
প্রশ্ন:- সম্প্রতি ৮২ বছর বয়সে মারা গিয়েছিলেন প্রখ্যাত লেখকটি হলেন ?
উত্তর:- জয়প্রকাশ চৌকসে
প্রশ্ন:- Oxford Economic-এর রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে ভারতীয় ইউটিউবাররা মোট কত কোটি টাকা উপার্জন করেছে ?
উত্তর:- ৬৮০০ কোটি টাকা উপার্জন করেছে
প্রশ্ন:- ভারতের ১২তম খেলোয়াড় হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেললেন কোন ক্রিকেটার ?
উত্তর:- বিরাট কোহলি
প্রশ্ন:- মালেশিয়াকে ২-১ গোলে পরাজিত করে Asia Cup Hockey 2022 জিতলো কোন দেশ?
উত্তর:- দক্ষিণ কোরিয়া
প্রশ্ন:- ভারতের জাতীয় পতাকা এবার থেকে মেশিন দ্বারা এবং পলিয়েস্টার কাপড়েতৈরি করার ঘোষণা করলো কে ?
উত্তর:- কেন্দ্র সরকার
প্রশ্ন:- National Informatics Centre (NIC)-এর ডিরেক্টর জেনারেল পদে কাকে
নিযুক্ত করা হল?
উত্তর:- রাজেশ গেরা
প্রশ্ন:- National Education Ministers’ Conferenc হোস্ট করবে কোন রাজ্য?
উত্তর:- গুজরাট
প্রশ্ন:- সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে মিতালী এক্সপ্রেস নামে নতুন প্যাসেঞ্জারট্রেন চালু করা হল কোথা থেকে কোথায় অব্দি?
উত্তর:- নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা
প্রশ্ন:- সম্প্রতি যৌন কর্মকে পেশার স্বীকৃতি দিল কে ?
উত্তর:- ভারতের সুপ্রিম কোর্ট
প্রশ্ন:- ২০২১-২২ সালে ভারতের শীর্ষ চিনি উৎপাদনকারী রাজ্য হলো কোন কোন রাজ্য?
উত্তর:- মহারাষ্ট্র, দ্বিতীয়স্থানে উত্তরপ্রদেশ
প্রশ্ন:- প্রথমবার IBSA Judo Grand Prix-এ ভারতের হয়ে ব্রোঞ্জের মেডেল জিতল কে ?
উত্তর:- কপিল পারমার
প্রশ্ন:- সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত(UAE)-এর সাথে প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্টেরউপর MoU স্বাক্ষর করলো কোন দেশ?
উত্তর:- ইজরায়েল
প্রশ্ন:- সম্প্রতি প্রয়াত সঙ্গীত শিল্পী KK-কে সম্মান জানাতে গান স্যালুট করারঘোষণা করলেন কে ?
উত্তর:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
প্রশ্ন:- Sitara-e-Pakistan অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে ?
উত্তর:- ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনক্রিকেটার Darren Sammy
প্রশ্ন:- Bureau of Civil AviationSecurity(BCAS)-এর নতুন ডিরেক্টরজেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হল?
উত্তর:- আইপিএস জুলফিকার হাসান
প্রশ্ন:- Sashastra Seema Bal(SSB)-এর ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করাহল?
উত্তর:- S L Thaosen
প্রশ্ন:- সম্পূর্ণ ২০২২ মে মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত?
উত্তর:-১.৪১ লক্ষ কোটি টাকা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন।