Daily GK In Bengali For Competitive Exams [MCQ Set-9]

প্রশ্ন:- গৌতম আদানীকে অতিক্রম করে পুনরায় এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হলেন কে ?

উত্তর:- মুকেশ আম্বানি

প্রশ্ন:- পোল্যান্ডকে ৬-৪ গোলে পরাজিত করে FIH Hockey 5s Championshipজিতলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- French Open 2022 এ পুরুষ ও মহিলা বিভাগে কারা কারা সিঙ্গেল টাইটেল জিতলেন?

উত্তর:- স্পেনের রাফায়েল নাদাল এবং পোল্যান্ডের ইগা সিয়াটেক

প্রশ্ন:- তফসিলি জাতির মেধাবী শিক্ষার্থীদের জন্য “SHRESHTA” স্কিম লঞ্চ করলেন কে ?

উত্তর:- কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার

প্রশ্ন:- সম্প্রতি Kiyaverse নামে ভারতের প্রথম ব্যাঙ্কিং মেটাভার্স লঞ্চ করলো কে ?

উত্তর:- kiya.ai

প্রশ্ন:- সম্প্রতি ১০২ বছর বয়সে মারা গেলেন কে ?

উত্তর:- প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী অঞ্জলী পন্নুসামি

প্রশ্ন:- UN World Summit-এ Best Project Award জিতলো কোন রাজ্য?

উত্তর:- মেঘালয় সরকার

প্রশ্ন:- কর্নাটকে ANANTH Technologies নামে স্পেসক্রাফট ম্যানুফ্যাকচারিং ইউনিটের উদ্বোধন করলেন কে ?

উত্তর:- ISRO-র চেয়ারম্যান এস. সোমনাথ

প্রশ্ন:- সম্প্রতি ইঁদুরের শরীরে নতুন করোনা ভাইরাসের সন্ধান পেলো কোন দেশ?

উত্তর:- সুইডেনের বিজ্ঞানীরা

প্রশ্ন:- হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে পাওয়ার জন্য “Alert” ফিচার লঞ্চ করলো কে ?

উত্তর:- ইনস্টাগ্রাম

প্রশ্ন:- শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে PM Shree School নামেমডেল স্কুল খুলতে চলেছে কে ?

উত্তর:- কেন্দ্ৰ

প্রশ্ন:- World Food Safety Day পালন করা হয় কবে এবং এ বছরের থিম কি ?

উত্তর:- ৭ই জুন; থিম হলো”Safer food, better health”

প্রশ্ন:- সম্প্রতি লাদাখের লেহ-তে My Pad My Right প্রোগ্রাম লঞ্চ করলো কোন সংস্থা ?

উত্তর:- NABARD

প্রশ্ন:- বাংলাদেশের মিলিটারির সাথে Sampriti-X নামে সেনা অনুশীলন শুরু করলো কোন দেশ?

উত্তর:- ভারত

প্রশ্ন:- বিশ্বের প্রথম মেছো বিড়ালের সমীক্ষা করা হলো কোথায় ?

উত্তর:- ওড়িশার চিল্কা হ্রদে

প্রশ্ন:- নিউ দিল্লিতে National Tribal Research Institute(NTRI)-এর উদ্বোধন করবেন কে ?

উত্তর:- অমিত শাহ

প্রশ্ন:- বিহারের রক্সৌলে National Foo Laboratory-এর উদ্বোধন করলেন কে ?

উত্তর:- কেন্দ্রীয় মন্ত্রী মানসুখ মান্দভিয়া

প্রশ্ন:- জুলাই মাস থেকে রাজ্যে সমস্ত প্লাস্টিক ব্যবহার ব্যান করছে কোন রাজ্য সরকার ?

উত্তর:- পাঞ্জাব

প্রশ্ন:- Kumbha T34 নামে পুরুষ বাঘটি মারা গেল কোথায় ?

উত্তর:- রাজস্থানের রান্থামবোর ন্যাশনাল পার্কে

প্রশ্ন:- সম্প্রতি তুর্কি তাদের দেশের নাম Turkey থেকে পরিবর্তন করে নতুন কি নাম রাখলো ?

উত্তর:- “Türkiye “

প্রশ্ন:- ভারতের বৃহত্তম এয়ারপোর্ট উত্তরপ্রদেশের Jewar Airport তৈরি করার টেন্ডার পেল কোন সংস্থা ?

উত্তর:- Tata Project

প্রশ্ন:- বিশ্ব সমুদ্র দিবস পালন করা হয় কবে এবং এবছরের থিম কি ?

উত্তর:- ৮ই জুন; থিম হলো-“Revitalization: Collective Action for the Ocean”

প্রশ্ন:- সম্প্রতি সিকিমের State Butterfly হিসেবে কি ঘোষিত হলো?

উত্তর:- “Blue Duke” নামের প্রজাপতি

প্রশ্ন:- সম্প্রতি আলবেনিয়ার রাষ্ট্রপতি পদে কাকে নির্বাচিত করা হল?

উত্তর:- জেনারেল মেজর Bajram Begaj

প্রশ্ন:- Garuda Aerospace কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হল?

উত্তর:- ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment