প্রশ্ন:- ‘দিকু’ কাদের বলা হয় ?
উত্তর:- আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষত কোল ও সাঁওতাল এলাকায় বহিরাগত হিন্দু, মুসলমান ও শিখ মহাজনরা ‘দিকু’ নামে পরিচিত ছিল । আদিবাসীদের কাছে দিকুরা ছিল শোষণকারী, মহাজনরা ‘কামিয়াতি’ ও ‘খারওয়াহি’ নামে দুধরনের ঋণচুক্তির মাধ্যমে সাঁওতালদের আর্থিকভাবে বিপর্যস্ত করে দিয়েছিল । এ ছাড়া এরা উচ্চহারে রাজস্ব ও একাধিক কর আদায় করত ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।
History Help