‘এলাকা চাষ’ ও ‘বে – এলাকা চাষ’ বলতে কী বোঝ ?

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর : দুই বাতিনটি বাক্যে উত্তর দাও (প্রশ্নমান ➜ 2) 


প্রশ্ন:- ‘এলাকা চাষ’ ও ‘বে – এলাকা চাষ’ বলতে কী বোঝ ?

উত্তর:- ‘এলাকা চাষ’ ‘বে – এলাকা চাষ’ শব্দ দুটি উনিশ শতকে নীলচাষের পদ্ধতি ক্ষেত্রে ব্যবহৃত হত –
প্রথমত, নীলকররা যখন জমিদারদের কাছ থেকে জমি ক্রয় করে বা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীলচাষ করতো তখন তা ‘এলাকা চাষ’ নামে পরিচিত ।

দ্বিতীয়ত, ‘এলাকা – চাষ’ পদ্ধতিতে নীলচাষ লাভজনক না হওয়ায় নীলকররা চাষিকে অগ্রিম টাকা (‘দাদন’) দিয়ে চাষির জমিতে চাষির খরচে নীলচাষ করাতো যা ‘বে – এলাকা চাষ’ বা ‘রায়তি চাষ’ নামে পরিচিত ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

2 thoughts on “‘এলাকা চাষ’ ও ‘বে – এলাকা চাষ’ বলতে কী বোঝ ?”

  1. বে এলাকা চাষ আর ও ভালো করে লিখতে হত এ থেকে অত ভলো কিছু বঝা যায় নি

    Reply
    • এটি ২ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন- উত্তর অর্থাৎ দুই বা তিনটি বাক্যের – এখানে এর থেকে বেশি Details-এ লিখলে বড়ো হয়ে যেত।

      এটার বড়ো প্রশ্ন-উত্তর হলে অবশ্যই আরো বিস্তারিতভাবে লেখা হবে।

      অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য।

      Reply

Leave a Comment