Class 4 English Model Activity Task Part 1 Answer January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ পার্ট ১ ( Model Activity Task Class 4 Part 1) – এর ইংরেজি (English) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( চতুর্থ শ্রেণী )

বিষয় – ইংরেজি

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 4 Part 1 Answer

( ইংরেজি )

Activity – 1 

Write the past forms of the following verbs : (1 × 3 = 3) 

a) act : 

Ans:- act : acted

b) like : 

Ans:- like : liked

c) lift : 

Ans:- lift : lifted

Activity – 2 

Fill in the by choosing the correct words given in brackets : (1 × 2 = 2)

a) Students can _________________ (sees/see) the blackboard. 

Ans:- Students can see the blackboard. 

b) He ___________________ (like/likes) to sing. 

Ans:- He likes to sing.

Activity – 3 

Write the sounds made by the following animals : (1 × 2 = 2) 

a) lions : 

Ans:- lions : roar

b) sheep : 

Ans:- sheep : bleat

Activity – 4 

Write four sentences about a Tiger   (8)

Ans:- A tiger is a wild animal. Tiger has a long and strong body. Tiger is the national animal of India. The tiger has four legs. A baby tiger is called cub. Tigers are easily recognizable with their dark vertical stripes.

Leave a Comment