Class 3 English Model Activity Task Part 1 January 2022

‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৩ পার্ট ১ ( Model Activity Task Class 3 Part 1) – এর ইংরেজি (English) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

আমাদের প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয়। তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে। প্রয়োজনে তুমি বিদ্যালয়ের সহায়তা নিতে পারো।

তোমরা প্রশ্নের উত্তর লেখার আগে নিজেরা চেষ্টা করবে যে কতখানি তোমরা নিজেরা উত্তর করতে পারছো। সর্বশেষ কোন প্রকার উত্তর না পারলে আমাদের এই পোস্টটি থেকে English Part 1 এর প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারো।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (তৃতীয় শ্রেণী )

বিষয় – ইংরেজি

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 3 Part 1 Answer

( ইংরেজি)

Activity – 1

Arrange the following words in the order of a-z and write them : (1 × 3 = 3)

ox, zebra, cow 

Activity – 2

Arrange the letters to make meaningful words : (2 × 3 = 6) 

a) kboo : 

b) niol :

c) lycec :

Activity – 3

Fill in the blanks by correctly using ‘am’, ‘is’, ‘are’ : (1 × 3 = 3)

a) She __________ my sister. 

Ans:- She is my sister.

b) They _________ playing football. 

Ans:- They are playing football.

c) I __________ a student. 

Ans:-am a student.

Activity – 4

Fill in the blanks by correctly using ‘has’, ‘have’: (1 × 3 = 3)

a) I __________ a pencil. 

Ans:-have a pencil. 

b) He _________ a bag. 

Ans:- He has a bag. 

c) They ________ many candles.

Ans:- They have many candles.

আপনি যদি আমাকে এই পোস্টটি আরও সহায়ক করার জন্য অতিরিক্ত কিছু যোগ করতে চান তবে দয়া করে আমাকে মন্তব্যে জানান। আমি এটি পছন্দ করব নিবন্ধে মূল্যবান তথ্য যোগ করুন এবং এটি আরও সহায়ক করে তুলুন।

Leave a Comment