Model Activity Task Class 3 Environment Science Part 1 Answer January 2022

‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৩ পার্ট ১ ( Model Activity Task Class 1 Part 1) – এর স্বাস্থ্য ও শরীরশিক্ষা (Health And Physical Education) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

আমাদের প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।
তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

তোমরা প্রশ্নের উত্তর লেখার আগে নিজেরা চেষ্টা করবে যে কতখানি তোমরা নিজেরা উত্তর করতে পারছো। সর্বশেষ কোন প্রকার উত্তর না পারলে আমাদের এই পোস্টটি থেকে Health And Physical Education Part 1 এর প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারো।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (তৃতীয় শ্রেণী )

বিষয় – আমাদের পরিবেশ

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 3 Part 1 Answer

( আমাদের পরিবেশ )

১. ঠিক উত্তর নির্বাচন করো : (১ × ৩ = ৩)

১.১ তোমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো, সেটি হলো—

(ক) নাক

(খ) জিভ

(গ) চোখ

(ঘ) কান

১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয়

(ক) হাতের

(খ) পায়ের

(গ) কানের

(ঘ) কাঁধের

১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না

(ক) চোখ

(খ) কান

(গ) নখ

(ঘ) চামড়া

২. শূন্যস্থান পূরণ করো : (১ × ৩ = ৩)

২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ _________________ উপস্থিতি।

উত্তরঃ- মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি। 

২.২ লােহিত কণিকা কমে গেলে __________ হয় l

উত্তরঃ- লােহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয় l

২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলাে__________। 

উত্তরঃ- শিং আছে এমন একটি প্রাণী হলাে গরু । 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : (২ × ৩ = ৬)

৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়?

উত্তরঃ- স্কিপিং করার সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয় যেমন – আঙুল, কব্জি, কনুই, কাঁধ, কোমর ও পায়ের সবেরই কাজও হয়।

৩.২ কী কারণে কানে শোনার অসুবিধে হয়?

উত্তরঃ- কানের ভিতর ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লেগে থাকলে কানের শােনার অসুবিধা হয়।

৩.৩ ব্যায়াম কেন উপকারী?

উত্তরঃ- ব্যায়াম আমাদের শরীরে খুবই উপকারী । কারণ –

(১) নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের সমস্ত অঙ্গ  ঠিকঠাক ভাবে কাজ করে।

(২) নিয়মিত  ব্যায়াম করলে আমাদের শরীর ও মন সুস্থ থাকে ।

(৩) নিয়মিত ব্যায়াম করা হলে আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক থাকে।

(৪) নিয়মিত ব্যায়াম করলে আমাদের শরীরের হাড়ের জয়েন্ট গুলি সচল থাকে ।

(৫) শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (৩ × ১ = ৩)

দাঁত মাজার নিয়ম কী?

উত্তরঃ- দাঁত মাজার সঠিক নিয়মগুলি হলাে –

(১) নিচের দাঁতে – তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে। আর উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ টানতে হবে ।

(২) সামনে-পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গােড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে।

(৩) পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালাে মানের টুথব্রাশ ব্যবহার করা প্রয়োোজন।

(৪) দাঁত আমাদের নিয়মিত ভালভাবে দিনে দুইবার মাজার প্রয়োজন। যেমন – সকালে ঘুম থেকে উঠে এবং আরেকবার রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে।

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

Leave a Comment