Model Activity Task Part 1 Class 4 Environment Science January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ পার্ট ১ ( Model Activity Task Class 4 Part 1) – এর আমাদের পরিবেশ (Environment Science ) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

প্রিয় ছাত্র-ছাত্রীরা,
পাঠ্যসূচিকে ভিত্তি করে আমরা তোমাদের জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করেছি। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে ।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (চতুর্থ শ্রেণী )

বিষয় – আমাদের পরিবেশ 

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 4 Part 1 Answer

( আমাদের পরিবেশ   )

১. শূন্যস্থান পূরণ করো : (১ × ৩ = ৩)

১.১ সাপ __________________ খায়।

উত্তরঃ- ব্যাঙ

১.২ গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণী হলো ____________________।

উত্তরঃ- গিরগিটি

১.৩ মাছের সারা গায়ে __________________ থাকে।

উত্তরঃ- আঁশ

২. ঠিক বাক্যের পাশে ‘ image 48 ’ আর ভুল বাক্যের পাশে ‘ X ’ চিহ্ন দাও : (১ × ৩ = ৩)

২.১ পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়।

উত্তরঃ- পাহাড়ি অঞ্চলে পাইনগাছ দেখা যায়। ✔

২.২ ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলো জীব।

উত্তরঃ- ঘুড়ি আকাশে ওড়ে, তাই ঘুড়ি হলাে জীব। 🗙

২.৩ শামুকের শরীর নরম।

উত্তরঃ- শামুকের শরীর নরম। ✔

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : (২ × ৩ = ৬)

৩.১ পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো।

উত্তরঃ- পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে – এমন দুটি প্রাণীর নাম হল রয়েল বেঙ্গল টাইগার ও একশিঙ্গ গন্ডার।

৩.২ প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো।

উত্তরঃ- প্রজাপতি ও পাখি মধ্যে একটি মিল ও একটি অমিল নিম্নে আলোচনা করা হলো –

মিলঅমিল
প্রজাপতি ও পাখি উভয়েরই ডানা আছে এবং উড়তে পারে। অমিল – প্রজাপতির শুঁড় আছে কিন্তু পাখির শুঁড় নেই।

৩.৩ মাছের দুটি বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ- মাছের দুটি বৈশিষ্ট্য হলো –

(ক) মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে।

(খ) জলে সাঁতার কাটার জন্য মাছের শরীরের নানা রকমের পাখনা থাকে।

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : (১ × ৩ = ৩)

৪.১ জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ- জীবের তিনটি বৈশিষ্ট্য হলো –

(ক) জীবের জন্ম ও মৃত্যু আছে।

(খ) জীব উত্তেজনায় সাড়া দেয়, নড়াচড়া করে ও স্থান পরিবর্তন করতে পারে।

(গ) জীব নিজের বংশবিস্তার করতে পারে।

(ঘ) জীব খাদ্য গ্রহণ করে জীবনধারণ করে। 

প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র- ছাত্রীরা উপরের Environment Science February Class 4 Model Activity Task Part 1 এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে। তোমাদের কোন প্রকার বুঝতে অসুবিধা হলে আমাদের জানাতে ভুলো না, আমরা তার যথাযত সমাধানের চেষ্টা করব।

Leave a Comment