তারিখ – ০১/০১/২০২৩
লক্ষ্য সমীপেষু
সত্যসংবাদ পত্রিকা
ভোলানাথ দত্ত লেন, কলকাতা-৪৪
বিষয়: গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র স্থাপন
সবিনয় নিবেদন,
বর্তমান যুগে লেখাপড়ার ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্ব অস্বীকার করা যায় না। কিন্তু দুঃখের কথা এ বিষয়ে শহর অঞ্চলের বিদ্যালয়গুলি যতটা সাহায্য পায় সেই তুলনায় গ্রামীণ বিদ্যালয়গুলি অনেকটাই বঞ্চিত। এর ফলে গ্রামের ছাত্রছাত্রীরা বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভৃতি প্রায় সব বিষয়ের তথ্য কম্পিউটার অনেক সহজ ও আকর্ষণীয় করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। তাই একই বিষয়বস্তু পঠনপাঠনে শহরের ছাত্রছাত্রীরা যতটা উৎসাহ পাচ্ছে, গ্রামের ছেলেমেয়েরা ততটা উৎসাহিত হচ্ছে না। আমি আপনার বহুলপ্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যাতে তাঁরা গ্রামীণ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষাকেন্দ্র স্থাপন করে গ্রাম ও শহরের ব্যবধান দূর করতে পারেন। আশা করি, বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
নমস্কারান্তে
দেবযানী সরকার
রামনগর
বারুইপুর, দঃ ২৪ পরগনা
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি কোনও সমস্যা ছাড়াই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। যাইহোক, যদি কোনও সুযোগে ত্রুটিটি এখনও থেকে যায় তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না।