Class 4 Health and Physical Education Activity Task Part 1 Answer January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ পার্ট ১ ( Model Activity Task Class 4 Part 1) – এর স্বাস্থ্য ও শরীরশিক্ষা (Health And Physical Education) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
এই পর্বে আমরা চতুর্থ শ্রেণীর জন্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয়।

আশা রাখছি এই পর্বে তোমরা সব প্রশ্নের সমাধান পেয়া যাবে।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( চতুর্থ শ্রেণী )

বিষয় – স্বাস্থ্য ও শারীরশিক্ষা

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 4 Part 1 Answer

( স্বাস্থ্য ও শারীরশিক্ষা )

১। সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : (১×১৫ = ১৫)

(ক) অসুখ বড়ো বিচ্ছিরি ভাই,

অসুখকে তাই  _________________ চাই।

উত্তরঃ- এড়াতে

(খ) আমাশয় বা _________________রোগে,

ছেলেমেয়ে বড়োই ভোগে।

উত্তরঃ- পেটের

(গ) ঈযৎ আলোয় পড়তেও নেই,

_________________ ক্ষতি করতেও নেই।

উত্তরঃ- চোখের

(ঘ) উচ্চ রক্ত চাপের ফলে,

পাতে কি _________________ খাওয়া চলে?

উত্তরঃ- নুন

(ঙ) ঋতু-বদল খেয়াল রেখো,

_________________ তখন থেকো।

উত্তরঃ- সাবধানেতে

(চ) __________________ জিনিসটা কী,

নতুন করে বলব তাকি?

উত্তরঃ- ও. আর. এস

(ছ) ঔষধ যদি খেতেই চাও,

_________________ আগে দেখাও।

উত্তরঃ- ডাক্তারকে

(জ) ঘুমোতে ভাই যখনই যাও,

__________________ টাঙিয়ে নাও।

উত্তরঃ- মশারিটা

(ঝ)_________________দেওয়া সব খাবার কিনে,

মরতে কি চাও দিনে দিনে?

উত্তরঃ- রঙ

(ঞ) চোখের রোগের ধরন নানা,

ছানি পড়া বা ___________________।

উত্তরঃ- রাতকানা

(ট) ছাতু ছোলা যত খাবে,

__________________ তো ততই পাবে।

উত্তরঃ- প্রোটিনও

(ঠ) জিভে যখন ময়লা জমে,

__________________তখন কমে।

উত্তরঃ- হজম শক্তি

(ড) ঝরনার জল কাজে লাগে,

শরীর _________________ ভালো রাখে।

উত্তরঃ- স্বাস্থ্য

(ঢ) টাটকা __________________ খেয়ে তো নাও,

সুস্থ যদি থাকতেই চাও।

উত্তরঃ- খাবার

(ণ) ডায়ারিয়ায় __________________ হয়,

ও.আর.এস-এই সারে নিশ্চয়।

উত্তরঃ- জলাভাব

শব্দঝুড়ি : এড়াতে, পেটের, চোখের, নুন, সাবধানেতে, ও.আর.এস. ডাক্তারকে, মশারিটা, রঙ, রাতকানা, প্রোটিনও, হজমশক্তি, স্বাস্থ্য, খাবার, জলাভাব।

আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি কোনও সমস্যা ছাড়াই সমস্যাটি সমাধান করতে সক্ষম হবেন। যাইহোক, যদি কোনও সুযোগে ত্রুটিটি এখনও থেকে যায় তবে মন্তব্যে আমাকে জানাতে দ্বিধা করবেন না ।

Leave a Comment