‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ পার্ট ১ ( Model Activity Task Class 5 Part 1) – এর স্বাস্থ্য ও শরীরশিক্ষা (Health And Physical Education) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের প্রিয় পঞ্চম ছাত্র-ছাত্রীরা,আজ আমরা স্বাস্থ্য ও শরীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি নিয়ে আলোচনা করেছি। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্র-ছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয়।
Table of Contents
জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (পঞ্চম শ্রেণী )
বিষয় – স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান – ১৫
January Model Activity Task Class 5 Part 1 Answer
( স্বাস্থ্য ও শারীরশিক্ষা )
১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো : (১ × ১৫ = ১৫)
(ক) ________________ বাঙালির প্রিয়
চাল থেকে হয় ভাত,
___________________ চাষ করে
খাটে জানি দিন রাত।
উত্তরঃ- ভাত, কৃষকেরা
(খ) শুকনো যে আছে _________________
চাষিরা তো নেমে পড়ে,
________________ ব্যবহারে
মাটি উর্বর করে।
উত্তরঃ- মাঠ, লাঙলের
(গ) সারাদিন কত কাজ
নেই তার ___________________ ঘুম,
এই বুঝি শুরু হয়
_______________ মরশুম।
উত্তরঃ- চোখে, বর্ষার
(ঘ) ওইতো ________________নামে
টাপুর টুপুর টুপ,
চাষিরা কি তার ঘরে
এখনও থাকবে ___________________ ?
উত্তরঃ- বৃষ্টি, চুপ
(ঙ) _________________ বোনা হল শুরু
মাঠখানা ঘুরে ঘুরে,
বীজ _________________ কাজ
সারা হল মাঠ জুড়ে।
উত্তরঃ- বীজ, ছড়ানোর
(চ) বর্ষার বৃষ্টিতে
মাটিখানা গেল ___________________ ,
জমি হল __________________
চাষি ভাই করে কী যে!
উত্তরঃ- ভিজে, উর্বর
(ছ) মাটির _________________ হবে
ধান রোপণের কাজ,
বড়ো ব্যস্ততা তার
নাওয়া __________________ নেই আজ।
উত্তরঃ- গর্ভে, খাওয়া
(জ) বঝলমলে সোনা ___________________
আকাশটা ঝলমল,
সোনালি ধানের __________________
আজ বড়ো চঞ্চল।
উত্তরঃ- রোদে, খেত
(ঝ) _________________ এসেছে মাঠে
খুশিতে আত্মহারা,
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই __________________ পাড়া।
উত্তরঃ- চাষীরা, পাড়া
(ঞ) ___________________ এসেছে মাঠে
খুশিতে আত্মহারা,
আনন্দে মেতে ওঠে
এই পাড়া ওই __________________
উত্তরঃ- চাষীরা, পাড়া
(ট) চাষিরা যে কত __________________
খুশিতে ভরেছে মন,
দু মুঠো জুটবে ভাত
ভাবছে ___________________।
উত্তরঃ- খুশি, সারাক্ষণ
(ঠ) লোকজন ছুটে গেল
___________________ কোণে আজ,
শুরু হল ওই দ্যাখো
ধান ___________________ কাজ।
উত্তরঃ- উঠোনের, ঝাড়াইয়ের
(ড) ধান ___________________ ফেলা হল
রাশি রাশি __________________ ধান,
বাইরে রাখলে সব
হয়ে যাবে ম্রিয়মাণ।
উত্তরঃ- ঝেড়ে, সোনা
(ঢ) তাই সব _________________ আজ
মড়াইয়েতে পেল স্থান,
কৃষকের ঘরে আজ
ফিরে __________________ সম্মান।
উত্তরঃ- ধান, এলো
(ণ) এত যে ___________________
ধন্য যে হল আজ,
ঢেঁকিতেই শুরু ওই
ধান __________________ কাজ।
উত্তরঃ- পরিশ্রম, ভাঙানোর
শব্দঝুড়ি : ভাত, কৃষকেরা, চোখে, বর্ষার, বীজ, ছড়ানোর, গর্ভে, খাওয়া, রোদে, খেত, চাষিরা, পাড়া, খুশি, সারাক্ষণ, ধানকাটা, কৃষকের, উঠোনের, ঝাড়াইয়ের, ঝেড়ে, সোনা, মাঠ, লাঙলের, বৃষ্টি, চুপ, ভিজে, উর্বরা, চাষিরা, চাল, চাষি, এল, ধান, পরিশ্রম, ভাঙানোর। |
এই পোস্ট টির দ্বারা আশা করছি আমরা তোমার বা আপনাদের সমস্যা সমাধান করতে পেরেছি। যদি এই পোস্টটি আপনাদের কাজে লেগে থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না।