Model Activity Task Class 8 History Part 1 2022 January Answer

‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৮ পার্ট ১ ( Model Activity Task Class 8 Part 1) – এর ইতিহাস (History) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় । প্রয়োজনে তোমরা বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষকদের সহায়তা নিতে পারো।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( অষ্টম শ্রেণী )

বিষয় – ইতিহাস 

পূর্ণমান – ২০


January Model Activity Task Class 8 Part 1 Answer

( ইতিহাস  )

১. শূনস্থান পূরণ করাে : (১ x ৩ = ৩)

(ক) ঔরঙ্গজেবের মৃত্যু হয় _________ খ্রিস্টাব্দে। 

উত্তর:- ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। 

(খ) পলাশির যুদ্ধ হয় _________ খ্রিস্টাব্দে।

উত্তর: পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে।

(গ) রাজাবলি বইটি লিখেছিলেন _________ ।

উত্তর: রাজাবলি বইটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

২. ঠিক বা ভুল নির্ণয় করা : (১ x ৩ = ৩)

(ক) উইলিয়ম ওয়েডারবার্ন-এর জীবনী লিখেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। 

(খ) ১৯৩৮ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস-সভাপতির পদ ত্যাগ করেছিলেন।

(গ) আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফোটোগ্রাফ। 

৩. স্তম্ভ মেলাও : (১ x ৩ = ৩)

ক-স্তম্ভখ-স্তম্ভ
বাংলার নবাব রাজিয়া
দিল্লি সুলতানআকবর
মুঘল সম্রাটসিরাজ উদ-দৌলা
ক-স্তম্ভখ-স্তম্ভ
বাংলার নবাব সিরাজ উদ-দৌলা
দিল্লি সুলতানরাজিয়া
মুঘল সম্রাটআকবর

৪. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি-দুটি বাক্য) : (২ x ৩ = ৬)

(ক) সাম্রাজ্যবাদ কাকে বলে? 

উত্তর:- উনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ইউরােপের বৃহৎ এবং শিল্পোন্নত দেশগুলি এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনের জন্য এক তীব্র প্রতিযােগিতায় অবতীর্ণ হয়েছিল। এই ঘটনাই সাম্রাজ্যবাদ নামে পরিচিত ছিল।

সামাজ্রবাদের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায় । যথা — সামরিক সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ ও সাংস্কৃতিক সাম্রাজ্য বাদ।

(খ) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখাে।

উত্তর:- সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু ও কানহু।

(গ) জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন? 

উত্তর:- জেমস মিল ভারতের ইতিহাস কে যে তিনটি ভাগে ভাগ করেছেন, সেগুলি হল- হিন্দু যুগ, মুসলিম যুগ ও ব্রিটিশ যুগ।

৫. নিজের ভাষায় লেখাে (তিন-চারটি বাক্য) : (৫ x ১ = ৫)

‘History of British India’ কে, কবে লিখেছিলেন? বইটি লেখার উদ্দেশ্য কী ছিল?

উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে ‘History Of British India’ নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল।

বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা। যাতে সেটা পড়ে ভারত বর্ষ বিষয়ে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশীরা। কারণ, যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে, সেই দেশের ইতিহাসটাও জানা প্রয়োজন।

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment