মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 9 ইতিহাস Part 2 2022

প্রিয় ভবিষ্যতের নক্ষত্ররা,
‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৯ পার্ট ২ (Model Activity Task Class 9 Part 2) – এর ইতিহাস (History) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। বিদ্যালয় খুললে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) তোমাদের জমা করতে হবে। তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

Table of Contents

ফেব্রুয়ারি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ( নবম শ্রেণী )

বিষয় – ইতিহাস

পূর্ণমান – ২০


February Model Activity Task Class 9 Part 2 Answer

( ইতিহাস )

১. সত্য বা মিথ্যা নির্ণয় করাে : (১x৪ = ৪)

(ক) নেপােলিয়ন ফ্রান্সে ‘কনসুলেট’ শাসনের অবসান ঘটান। 

(খ) নেপােলিয়নের আইন সংহিতায় ২২৮৭টি বিধি বা ধারা ছিল। 

(গ) জার্মানিতে সিসঅ্যালপাইন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়।

(ঘ) ইতালির ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে নিয়ে নেপােলিয়ন ‘রাইন রাষ্ট্রসংঘ’ গঠন করেন। 

২. স্তম্ভ মেলাও : (১x৪ = ৪)

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
ট্রাফালগারের নৌযুদ্ধ১৮১৫ খ্রিস্টাব্দ
ফনটেনব্ল্যু চুক্তি১৮১২ খ্রিস্টাব্দ
নেপােলিয়নের রাশিয়া অভিযান১৮০৫ খ্রিস্টাব্দ
ওয়াটারলুর যুদ্ধ১৮০৭ খ্রিস্টাব্দ

উত্তর:

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ 
ট্রাফালগারের নৌযুদ্ধ১৮০৫ খ্রিস্টাব্দ
ফনটেনব্ল্যু চুক্তি১৮০৭ খ্রিস্টাব্দ
নেপােলিয়নের রাশিয়া অভিযান১৮১২ খ্রিস্টাব্দ
ওয়াটারলুর যুদ্ধ১৮০৭ খ্রিস্টাব্দ

৩. দুই-তিনটি বাক্যে উত্তর দাও : (২x২ = ৪)

(ক) লিপজিগের যুদ্ধ কেন ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত?

উত্তর:-  নেপােলিয়নের ক্ষমতাকে বিধ্বস্ত করতে ইংল্যান্ড, রাশিয়া অস্ট্রিয়া, প্রাশিয়া ও সুইডেন ‘চতুর্থ শক্তিজোট’ গড়ে তােলে। ১৮১৩ খ্রিস্টাব্দে ‘চতুর্থ শক্তিজোট’ একত্রে নেপােলিয়নের বিরুদ্ধে লিপজিগেরে যুদ্ধে অংশগ্রহণ করে। ফ্রান্স চতুর্দিক থেকে আক্রান্ত হয়। একটানা যুদ্ধে নেপােলিয়নের সাম্রাজ্য ছারখার হয়ে যায়। এই লিপজিগ এর যুদ্ধে ইউরােপের তেরােটি জাতি একত্রে নেপােলিয়নের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল বলে এই যুদ্ধ ‘জাতিসমূহের যুদ্ধ’ নামে পরিচিত হয়ে ওঠে l

(খ) শতদিবসের রাজত্ব বলতে কী বােঝায়? 

উত্তর:- এলবা দ্বীপে নির্বাসিত হওয়ার পর নেপােলিয়ন পুনরায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতে থাকেন। রাজার দুর্বলতা এবং পরিস্থিতির সুযােগ নিয়ে ১৮১৫ খ্রিস্টাব্দের ১ লা মার্চ তিনি ১০৫০ জন সৈন্য নিয়ে ফ্রান্স আক্রমণ করেন। ফরাসী  সেনানায়কেরা একে একে নেপোলিয়নের সঙ্গে যোগ দেয়। ১৮১৫ খ্রিস্টাব্দের ২০মার্চ থেকে ২৯শে জুন পর্যন্ত  একটানা তিনি ফ্রান্সের রাজত্ব করেন। এই সময়কাল বা এই ঘটনাকে ফ্রান্সের ইতিহাসে ‘শতদিবসের রাজত্ব’ নামে পরিচিত।

৪. সাত-আটটি বাক্যে উত্তর দাও : (৪x২ = ৮) 

(ক) মহাদেশীয় ব্যবস্থা নেপােলিয়নের পতনের জন্য কতখানি দায়ী? 

উত্তর:- নেপোলিয়ন ইংল্যান্ডকে বাণিজ্যিক দিক দিয়ে ধ্বংস করে তার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য মহাদেশীয় ব্যবস্থা নামে অর্থনৈতিক অবরোধ ব্যবস্থা জারি করেন। মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পক্ষে ভাল হয়নি, কারণ এর কিছু মারাত্মক ফলাফল তাঁর পতনের পথকে প্রশস্ত করেছিল। এই মহাদেশীয় ব্যবস্থার মধ্যেই নেপােলিয়নের পতনের কারণ লুকিয়ে ছিল –

(i) ফ্রান্সের তীব্র অর্থনৈতিক সংকট:- মহাদেশীয় ব্যবস্থা অর্থনৈতিক ফলাফল ফ্রান্স এর পক্ষে অনুকূল ছিল না, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ফ্রান্সের সর্বস্তরের মানুষকে অসন্তুষ্ট করে তুলেছিল।  ফরাসিরা নেপোলিয়নের ওপর আস্থা হারিয়ে ফেলে।

(ii) রাশিয়া আক্রমণ:- রাশিয়ার জার ১৮১০ খ্রিস্টাব্দে মহাদেশীয় ব্যবস্থা  মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন । এর ফলে রাশিয়ার কাছে নেপােলিয়নের ‘গ্র্যান্ড আর্মি ধ্বংস হয়ে যায়। তাই রাশিয়া আক্রমণ ছিল তাঁর  মস্ত বড় ভুল । 

(iii) স্পেনীয় ক্ষত:- নেপােলিয়ন বিশ্বাস করেছিলেন তার প্রধান শত্রু ইংল্যান্ডকে ধ্বংস করার ক্ষেত্রে তার বন্ধুদেশ গুলি তাকে সমর্থন করবে। কিন্তু তা হয়নি। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করে। নেপােলিয়ন জোরপূর্বক এই ব্যবস্থা চাপিয়ে দিলে স্পেন ও পর্তুগালের সাথে ফ্রান্সের যুদ্ধ বেধে যায়। এতে নেপােলিয়ন পরাজিত হয় এবং তার বহু শক্তি ক্ষয় হয়।

(iv) বিরোধের সূচন:- মহাদেশীয় ব্য বস্থা কার্যকর করতে গিয়ে তিনি গোটা ইউরোপে অপ্রিয় হয়ে ওঠেন । পোপকে  বন্দী করার ফলে ক্যাথোলিক সম্প্রদায় নেপোলিয়নের প্রতি বিরাগভাজন হয় ।   

উপসংহার:- এভাবেই বলপূর্বক মহাদেশীয় ব্যবস্থা প্রয়ােগ করার ভুল সিদ্ধান্তে নেপােলিয়ন নিজের পতন নিজে ডেকে আনেন। এই সিদ্ধান্ত ছিল নেপােলিয়নের অযােগ্যতার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে।

(খ) ফরাসি বিপ্লবের আদর্শগুলির সঙ্গে নেপােলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সম্পর্ক আলােচনা করাে।

উত্তর:- ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ – সাম্য , মৈত্রী ও স্বাধীনতার মধ্যে সাম্য, মৈত্রীকে  গ্রহণ করলেও স্বাধীনতার আদর্শে নেপোলিয়ন বিশ্বাস রাখেননি । তাঁর  সাম্রাজ্যিক  কার্যকলাপের আড়ালে বিপ্লবের সাম্য , মৈত্রীর আদর্শ ঢাকা পড়ে যায় । এই সংক্রান্ত বিরোধগুলি হল নিম্নরূপ –

(i) স্বৈরশাসন:- নেপোলিয়ন বোনাপার্ট ইউরোপবাসীকে সামন্তশাসন  ও স্বৈরাচারী রাজতন্ত্রের হাত থেকে মুক্ত করে বিপ্লবী আদর্শকে রক্ষা করেন । ইউরোপে জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা আশ্বাস দিয়ে অচিরেই তিনি স্বৈরশাসন চালু করেন ।

(ii) সামাজিক পরিবর্তন সাধন:- বিপ্লবের আগে ফ্রান্সে নানান ধরনের বৈষম্যমূলক কর প্রচলিত ছিল। নেপােলিয়ন ক্ষমতায় এসে সামন্তপ্রথা, ভূমিদাস প্রথা, করভি, টাইট প্রভৃতি কর বিলােপ করেন। এর মধ্য দিয়ে তিনি ফরাসি বিপ্লবের প্রতি সম্মান প্রদর্শন করে মানুষের আস্থা অর্জন করেন।

(iii) বিপ্লবের ঘোষিত আদর্শ বিসর্জন:- নেপোলিয়ন বিপ্লবের বহুঘোষিত আদর্শ কে বিসর্জন দিয়েছিলেন । যেমন – তিনি রাজনৈতিক দলগুলির স্বাধীন কার্যকলাপ সীমাবদ্ধ করে দেন , ব্যক্তিস্বাধীনতা খর্ব করেন এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন ।

(iv) মনোনীত কর্মচারী নিয়োগ:- তিনি বিজিত দেশগুলিতে স্থানীয় শাসক বা নির্বাচিত আধিকারিকদের  জায়গায় নিজের পছন্দ মত ব্যক্তিদের নিয়োগ করেন , যা  বিপ্লবের স্বাধীনতার আদর্শের পরিপন্থী ।

(v) স্ববিরোধী চরিত্র:- নেপোলিয়নের সাম্রাজ্য ছিল স্ববিরোধিতায় ভরপুর ,কারণ তাঁর  সাম্রাজ্য সামরিক প্রতিভা ও সেনাবাহিনীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল ।  জনসাধারণের সমর্থনের ওপর তা নির্ভরশীল ছিল না ।

উপসংহার:- নেপােলিয়ন নিজেকে ‘বিপ্লবের সন্তান’ রূপে দাবি করলেও তিনি নিজেই বলেছিলেন- “আমি বিপ্লবের ধ্বংসকারী”। সবশেষে বলা যায়, তিনি সাম্রাজ্যিক  কার্যকলাপের মাধ্যমে বিপ্লবের স্বাধীনতার আদর্শকে পদদলিত করলেও বিপ্লবের অন্য দুটি আদর্শ সাম্য ও মৈত্রীকে অনেক উঁচুতে  তুলে ধরেছিলেন এবং বাস্তবের এর প্রয়োগ ঘটিয়েছিলেন।

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

1 thought on “মডেল অ্যাক্টিভিটি টাস্ক Class 9 ইতিহাস Part 2 2022”

Leave a Comment