হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয়  অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো।

তারিখ – ০১/০১/২০২৩
প্রার্থী সমীপেষু
দৈনিক সমাচার, 
৬ প্রফুল্ল চন্দ্র স্ট্রিট, কলকাতা- ০১            

 বিষয়: হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো

সবিনয় নিবেদন, 

আমি, বারুইপুর নতুনপাড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের বিপরীতেই রয়েছে বারুইপুর হাসপাতাল। বর্তমানে হাসপাতালের পাশেই গড়ে উঠেছে কিছু ফ্ল্যাট বাড়ি। সেখান থেকে মাঝে মাঝেই অত্যন্ত উচ্চস্বরে মাইকে গান-বাজনার শব্দ ভেসে আসে। এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। আমরা স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করলে এবং জোরে মাইক না বাজানোর অনুরোধ জানালেও কোনো লাভ হয়নি। তাই আমি আপনার বহুলপ্রচারিত সংবাদপত্রের মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি জানাতে চাই, যাতে তাঁরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

আশা করি, ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আপনি আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।

                                                                   নমস্কারান্তে
শ্রীতনুজিৎ রায়

নতুনপাড়া
বারুইপুর, কলকাতা-৭0000১

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

আপনি যদি এই পোস্টটি পড়তে পছন্দ করেন এবং এটি সহায়ক মনে করেন দয়া করে এটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে ভাগ করুন। এই পোস্টটি ভাগ করে নেওয়ার জন্য আপনার একটি পয়সাও খরচ হবে না তবে এটি কারও দিন তৈরি করতে পারে।

2 thoughts on “হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয়  অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো।”

Leave a Comment