আইসোসিসমাল রেখা (Isoseismal line) কী ?

উত্তর:- ভূমিকম্প হলে যেসব স্থানে সমান তীব্রতা অনুভূত হয় মানচিত্রে সেই স্থানগুলিকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা উৎপন্ন হয়, তাকে আইসোসিসমাল লাইন বা সমতীব্রতা রেখা বলে।
এগুলি সাধারণত বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment