তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো।

মাননীয় শব্দ 
দৈনিক সংবাপএ
৬ প্রফুল্ল সেন স্ট্রিট, কলকাতা ৭০০০০১

 বিষয়: জলসংকট সমাধানের উদ্দেশ্যে পত্র

মহাশয়

      আমি উত্তর ২৪ পরগনা জেলার টাকি পৌরসভার ৪ নং ওয়ার্ডের অধিবাসী একজন অষ্টম শ্রেণির ছাত্র। আমাদের এই ওয়ার্ডে বাসিন্দার সংখ্যা প্রায় আড়াই হাজার। এই অবস্থায় আপনার সংবাদপত্রের সূত্রে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে আমাদের দূরবস্থার কথা তুলে ধরতে চাই। আমাদের অঞ্চলে খারাপ হয়ে যাওয়া টিউবওয়েলটির মেরামতি ছাড়াও নতুন কয়েকটি টিউবওয়েল বসানো প্রয়োজন। এ ছাড়া মজে যাওয়া জলাশয়গুলির সংস্কার করাও আশু দরকার। তাই আপনার সংবাদপত্রের মতো একটি প্রথম সারির সংবাদপত্রে যদি আমার এই পত্র যথাযথ গুরুত্ব সহকারে মুদ্রিত হয়, তবে আশা করি আমাদের সমস্যার সমাধান হবে।

                                                                ধন্যবাদান্তে
তাপস গহু
টাকি, উত্তর ২৪ পরগনা

তারিখ – ০১/০১/২০২৩

 ╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গেআপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।

Leave a Comment