তারিখ – ০১/০১/২০২৩
প্রার্থী সমীপেষু
দৈনিক প্রভাকর
সাতকড়ি দত্ত লেন, হাওড়া.
বিষয়: যত্রতত্র আবর্জনার স্তূপ সরানোর অনুরোধ
সবিনয় নিবেদন,
আমি হাওড়া কদমতলা অঞ্চলের বাসিন্দা। আমাদের অঞ্চলটি ক্রমশ ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় নাগরিক পরিসেবা এই অঞ্চলে যথেষ্ট নয়। রাস্তার যেখানে-সেখানে আবর্জনা পড়ে থাকা এখানকার দৈনন্দিন চিত্র হয়ে উঠেছে। দুর্গন্ধে স্বাভাবিক বসবাস বিঘ্নিত হচ্ছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে উদাসীন। তাই আপনার বহুলপ্রচারিত পত্রিকার মাধ্যমে আমি এই বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনতে চাই।
আশা করি, আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন।
নমস্কারান্তে
শ্রীপীযূষকান্তি সরকার
কদমতলা, হাওড়া
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
আশা করছি উপরের পোস্টটি তোমার বা আপনার প্রশ্নের উত্তর খোঁজার কাজে অনেকখানি সাহায্য করেছে। যদি এই পোস্টটি তোমার জন্য বা আপনার জন্য সহায়তা করে থাকে তাহলে এই পোস্টটি অবশ্যই বন্ধুদের, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ঘুম হৃৎস্পন্দন মাপবে