কাদাপাথর সম্পর্কে লেখো ?

উত্তর:- ▶ কাদাপাথর:- কাদাপাথর সম্পর্কে নিম্নে আলোচনা করা হল –

(1) শিলার প্রকৃতি:- যান্ত্রিক উপায়ে গঠিত কর্দমময় পাললিক শিলা হল 13 কাদাপাথর ।
(2) দানার আকার:- 0.06 মিলিমিটারের কম ব্যাসযুক্ত অত্যন্ত সূক্ষ্ম দানা দিয়ে গঠিত।
(3) রং:- কাদাপাথরের রং কালচে ধূসর।
(4) প্রবেশ্যতা:- কাদাপাথরের প্রবেশ্যতা কম কিন্তু সচ্ছিদ্রতা বেশি। তাই জলধারণে সক্ষম ।
(5) স্তরায়ণ তল:- এই শিলায় স্তরায়ণ তল খুব স্পষ্ট।
(6) কাঠিন্য:- এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির। তাই এই শিলাগঠিত অঞ্চলে বৃহৎ কোনো নির্মাণকার্য করা উচিত নয়।
(7) ব্যবহার:- টালি তৈরিতে ব্যবহৃত হয়। এই মাটিতে কৃষিকাজ করা হয় ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

প্রিয় ছাত্র- ছাত্রীরা উপরের এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে।আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন ।

Leave a Comment