উত্তর:- খনিজের প্রভাব বা গুরুত্ব:- খনিজ পদার্থসমূহ প্রকৃতিতে ভীষণভাবে প্রভাব ফেলে। যেমন –
(i) শিলার উপাদান:– যে-কোনো প্রকারের শিলার মূল উপাদানই হল এক বা একাধিক খনিজ পদার্থ।
(ii) প্রকৃতি ও বর্ণ নির্ধারণ:- ভূমির প্রকৃতি ও বর্ণ খনিজ পদার্থ দ্বারা অনেকাংশে নির্ধারিত হয়। যেমন – জিপসামযুক্ত ভূমি নরম ও হালকা হলুদ রঙের হয়। লোহা অথবা বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরিস্তর বেশ শক্ত ও লাল বর্ণের হয়।
(iii) শিলার কাঠিন্য:- শিলার কাঠিন্য খনিজ পদার্থের উপর নির্ভর করে। যেমন—নরম ক্যালসাইট খনিজ থাকলে তা চুনাপাথরের সৃষ্টি করে। যা যথেষ্ট ক্ষয়প্রবণ হয় ।
(iv) শক্তির উৎস:- পাললিক শিলা থেকে কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল পাওয়া যায়। এগুলি জ্বালানি ও শক্তির উৎসরূপে ব্যবহৃত হয়।
(v) মাটির উর্বরতা:- খনিজ দ্রব্যের উপর নির্ভর করে মাটির উর্বরতা শক্তি। অতিরিক্ত খনিজযুক্ত মাটির উর্বরতা কম, ফলে চাষবাস ভালো হয় না। যেমন—লোহা ও আলুমিনিয়াম অক্সাইডযুক্ত লাল ও ল্যাটেরাইট মাটি।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।