প্রশ্ন:- কোলবিদ্রোহের ফলাফল কী হয়েছিল ?
উত্তর:- কোল বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের ফলাফল ছিল সুদূরপ্রসারী ।
এই বিদ্রোহের ফলে –
( ১ ) উপজাতিদের বসবাসের ১৮৩৪ খ্রিস্টাব্দে দক্ষিণ – পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়;
( ২ ) সরকার সেখানে কোম্পানির নিয়মবিধি কার্যকর না করে উপজাতিদের স্বশাসন ও তাদের ঐতিহ্য রীতিনীতি মেনে নেয়;
( ৩ ) জমি হস্তান্তরে বিধিনিষেধ আরোপিত হয় এবং
( ৪ ) উপজাতীয় গ্রামপ্রধানদের জমি ফিরিয়ে দেওয়া হয় ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।
আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত এই ধরনের প্রশ্ন – উত্তর আমরা টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে থাকি ।