কোল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো ।

প্রশ্ন:- কোল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো ।

উত্তর:- কোল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় —

প্রথমত, এটি ছিল বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠীর সম্মিলিত বিদ্রোহ, কারণ— কোল বিদ্রোহে কোল ছাড়াও ওঁরাও, হো, মুন্ডা উপজাতির মানুষেরা যোগ দিয়েছিল ।

দ্বিতীয়ত, বিদ্রোহীরা দিকু, অর্থাৎ বহিরাগতদের এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয় এবং নির্দেশ অমান্যকারীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ।

তৃতীয়ত, ধর্মীয় কারণে বহু হিন্দুকে আদিবাসী দেবতার সামনে বলি দেওয়া হয় এবং কোলদের আক্রমণে সূত্রধর ও কর্মকার ছাড়া কেউই রক্ষা পায়নি ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

 অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

আপনি আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেল এর মাধ্যমেও জুড়তে পারেন ।

Leave a Comment