প্রশ্ন:- কোথায়, কবে চুয়াড় বিদ্রোহ শুরু হয় ?
উত্তর:- ১৭৬৮ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দের মধ্যে একাধিকবার চুয়াড় বিদ্রোহ দেখা দেয় । মেদিনীপুর জেলার লালগড়, রামগড়, জামবনি, কর্ণগড়, বাঁকুড়ার দক্ষিণ – পশ্চিম অংশে ঘাটশিলা ও ধলভূমে চুয়াড়রা বিদ্রোহ করে । ১৭৯৮ খ্রিস্টাব্দে শুরু হয় দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহ ।
╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍
অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে কিছুটা কঠিন মনে হতে পারে। যাইহোক, এটি মোটেই নয় কারণ আপনি উপরে উল্লিখিত ধাপে ধাপে লেখা উত্তরগুলি অনুসরণ করে এটি সমাধান করতে পারেন। যদি আপনি আপনার সমস্যা থেকে সমাধান না পেয়ে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন।