প্রশ্ন:- লাভা ও ম্যাগমা কী ?

উত্তর:-
❑  লাভা:- ভূগর্ভস্থ ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ফাটলের মধ্যে দিয়ে ওপরে উঠে এসে উত্তপ্ত তরল পদার্থরূপে ভূপৃষ্ঠে প্রবাহিত হয়। একে লাভা বলে ।

❑  ম্যাগমা:- ভূগর্ভের শিলাসমূহ প্রচণ্ড চাপে ও তাপে গলে যায় এবং গ্যাস ও বাষ্প মিশ্রিত হয়ে সান্দ্র অবস্থায় থাকে। একেই ম্যাগমা বলে।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

 এই পোস্টে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হলো। তোমাদের অসুবিধা হলে তোমরা এই পোস্টের সাহায্য নিতে পারো। উত্তর গুলি খাতায় করার আগে অবশ্যই মন দিয়ে দেখে তারপর খাতায় করবে।

Leave a Comment