Model Activity Task Class 10 Part 1 Life Science January 2022

আমাদের প্রিয় দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা,
পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয়। তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে।

তোমরা সবার আগে অবশ্যই নিজে করার চেষ্টা করবে। তারপর কোনরকম অসুবিধা হলে তোমরা আমাদের সাজানো উত্তরের সাহায্য নিতে পারো। উত্তরগুলি খাতায় তোমরা করার আগে অবশ্যই মন দিয়ে পড়ে তারপর লেখা শুরু করবে।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( দশম শ্রেণী )

বিষয় – জীবনবিজ্ঞান

পূর্ণমান – ২০


January Model Activity Task Class 10 Part 1 Answer

( জীবনবিজ্ঞান )

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখাে :   (১ X ৩ = ৩) 

১.১ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটাতে সাহায্য করে যে হরমােন তা নির্বাচন করাে— 

(ক) ACTH

(খ) GH 

(গ) TSH

(ঘ) ADH 

১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করাে— 

(ক) ফোটোন্যাস্টিক চলন – সূর্যমুখী

(খ) থার্মোন্যাস্টিক চলন – টিউলিপ 

(গ) সিসমেন্যাস্টিক চলন – পদ্ম

(ঘ) কেমােন্যাস্টিক চলন – সূর্যশিশির 

১.৩ ইস্ট্রোজেন হরমােন ক্ষরণে সাহায্য করে যে হরমােন সেটি বেছে নাও —

(ক) GH

(খ) FSH

(গ) ADH

(T) ACTH 

২. নীচের বাক্যগুলাে সত্য অথবা মিথ্যা নিরূপণ করাে :    (১ x ৪ = ৪)

২.১ গ্রোথ হরমােনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়। 

২.২ ফোটোট্যাকটিক চলনে ক্ল্যামাইডােমােনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। 

২.৩ আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিনের ভূমিকা আছে।

২.৪ হরমােন ক্রিয়ার পর ধ্বংস হয় না। 

৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :   (২ x ৪ = ৮)

৩.১ ‘উদ্ভিদের কাণ্ডে আলােক অনুকূলবর্তী চলন দেখা যায়’ – একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করাে। 

উত্তর:- টবসহ একটি গাছকে অন্ধকার ঘরে জানলার সামনে রেখে জানালার একটি পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর গাছের কান্ড কে জানলার দিকে বেঁকে বৃদ্ধি পেতে দেখা যাবে।

এর থেকে প্রমাণিত হয় উদ্ভিদের কান্ডের আলােক অনুকূলবর্তী।

৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নিরূপণ করাে :

  • উদ্দীপকের প্রভাব
  • অক্সিন হরমােনের প্রভাব 

উত্তর:- ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য নিম্নরূপ

বিষয়ট্রপিকন্যাস্টিক  
(১) অক্সিন হরমােনের প্রভাব ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অক্সিন হরমােন দ্বারা প্রভাবিত হয় না।
(২) উদ্দীপকের প্রভাবউদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় lউদ্দীপকের তীব্রতা অনুসারে নিয়ন্ত্রিত হয়।

৩.৩ মানবদেহে টেস্টোস্টেরন হরমােনের ভূমিকা বিশ্লেষণ করাে।

উত্তর : মানব দেহে টেস্টোস্টেরন হমানের ভূমিকা

(১) পুরুষের যৌনাঙ্গের পরিবর্তন:- টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। 

(২) পেশি ও অস্থির বৃদ্ধি:- এই হরমোনের প্রভাবে পুরুষদেহে অস্থি ও অস্থি পেশি সুগঠিত হয়

(৩) মৌল বিপাকীয় হার:- টেস্টোস্টেরন দেহে মৌল বিপাকীয় হার এবং প্রােটিন সংশ্লেষণ বৃদ্ধি করে।

৩.৪ জিব্বেরেলিন হরমােনের উৎস উল্লেখ করাে। 

উত্তর : জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে, মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, বর্ধিষ্ণু পাতায় সংশ্লেষিত হয়। এছাড়াও অঙ্কুরিত চারাগাছ, মুকুল, বীজপত্রের কোশ, পাতার বর্ধিষ্ণু অঞ্চলে এই হরমোন পাওয়া যায়।

৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :  (৩+২ = ৫)

৪.১ উদাহরণের সাহায্যে হরমােনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলােচনা করাে। “ইনসুলিন আর গ্রুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী” – বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে।

উত্তর:- 

ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি

সংজ্ঞা:- যখন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পদার্থ অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, তখন তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলা হয় ।

ফিডব্যাক নিয়ন্ত্রণের প্রকারভেদ:- ফিডব্যাক নিয়ন্ত্রণ দুই প্রকার। যথা- ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ ও ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ।

(ক) পজিটিভ বা ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ: উদাহরণ – রক্তে ইস্ট্রোজেন এর মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে LH -এর ক্ষরণ বৃদ্ধি পায় ।

(খ) নেগেটিভ বা ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণক: উদাহরণ – রক্তে ইস্ট্রোজেন এর মাত্রা স্বাভাবিকের থেকে বৃদ্ধি পেলে FSH -এর ক্ষরণ হ্রাস পায় ।

ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী কারণ : ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে। অপরপক্ষে গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এই কারনে ইনসুলিন আর গ্লুকাগনকে বিপরীতধর্মী হরমোন বলা হয়।

অনলাইন প্লাটফর্ম ব্যাবহার করা একজন নবীন ছাত্র-ছাত্রি বা তাদের পিতা-মাতার কাছে চ্যালেঞ্জের মতো মনে হতে পারে, তাই আমরা এর পুরোটাই অতি সহজে এবং সম্পূর্ণ ভাবে প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন।

Leave a Comment