‘মাঝিহাম’ মানে কী ?

প্রশ্ন:- ‘মাঝিহাম’ মানে কী ?

উত্তর:- ‘মাঝিহাম’ মানে খাসজমি । মুন্ডাদের এলাকায় বহিরাগত ঠিকাদার, মহাজন ও জমিদার শ্রেণি ওই অঞ্চলের জমি (ভুঁইহারি জমি) থেকে মুন্ডাদের বিতাড়িত করে সেগুলি নিজেদের খাসজমিতে পরিণত করে । এইরূপ জমিই ‘মাঝিহাম’ নামে পরিচিত ।

╍╍╍╍╍╍╍╍╍╍ 🌸 ╍╍╍╍╍╍╍╍╍

যদি সমস্যাটি এখনও বিদ্যমান থাকে তবে নির্দ্বিধায় আমাকে জানান। আমি আরো গবেষণা সঙ্গে আপনার সমস্যা সমাধান করার জন্য আমরা আরো সহজভাবে যথাসাধ্য তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ।

Leave a Comment