Class 3 Math Model Activity Task Answer Part 1 January 2022

‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৩ পার্ট ১ ( Model Activity Task Class 3 Part 1) – এর গনিত (Math) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।


প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

প্রয়োজনে স্কুলের শিক্ষক – শিক্ষিকার সাহায্য নিতে পারো।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (তৃতীয় শ্রেণী )

বিষয় – গনিত

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 3 Part 1 Answer

( গনিত )

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –   (১ x ৩ = ৩)

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) একটি ঘুড়ি ৩টি ঘুড়িকে কেটেছে। কাটার আগে এই ৩টি ঘুড়ি ৫টি ঘুড়িকে কেটেছে। মােট কাটা ঘুড়ির সংখ্যা হলাে— 

(a) ১টি

(b) ৩টি 

(c) ৫টি

(d) ৮টি 

(খ) রমজান ২টি গন্ধরাজ লেবু আর ১টা বেল কিনল। একটি লেবুর দাম ৪ টাকা এবং একটি বেলের দাম ৭ টাকা হলে, রমজানকে দিতে হবে —

(a) ১১ টাকা

(b) ২২ টাকা

(c) ১৮ টাকা

(d) ১৫ টাকা

(গ) ৫ x ৭ এই গুণফলে—

(a) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ২ বেশি 

(b) দশকের অঙ্কটি এককের অঙ্ক থেকে ৮ বেশি

(c) এককের অঙ্কটি দশকের অঙ্ক থেকে ২ বেশি 

(d) একক এবং দশকের অঙ্ক দুটি সমান। 

২. সত্য/মিথ্যা লেখাে :  (১ x ৩ = ৩)

(ক) ৬+৬+৬ = ৬ x ৩

(খ) ৪ + ৬ =১২ – ৩

(গ) বল দেখে সংখ্যাটি হলাে ৩২

৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) : (১ x ৩ = ৩)

A-স্তম্ভB-স্তম্ভ 
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে |(a) ৪০
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি(b) ৩০
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে(c) ৪৫
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে(d) ৫৪
A-স্তম্ভB-স্তম্ভ 
(ক) দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্কটি ৪এবং দশকের অঙ্কটি ৫ হলে সংখ্যাটি হবে |(d) ৫৪
(খ) ৬০, ৫৫, ৫০, … সংখ্যার বিন্যাস দেখেপরের সংখ্যাটি(c) ৪৫
(গ) ৫ জনের প্রত্যেককে ৮টি করে লেবু দিলে, মােট লেবুর সংখ্যা হবে(a) ৪০
(ঘ) একটি থালায় ২০টি সন্দেশ এবং অপর একটিথালায় ১০টি সন্দেশ থাকলে মােট সন্দেশের সংখ্যা হবে(b) ৩০

৪. নীচের সমাধানগুলি করো : (২ x ৩ = ৬)

(ক) যোগ করো :

∴ নির্ণয় যোগফল = ৯৮

(খ) বিয়োগ করো :

∴ নির্ণয় বিয়োগফল = ২৩

(গ) ভাগ করো :

∴ নির্ণয় ভাগফল = ১৩

একটি বিস্তারিতভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ১ পার্ট ১ উত্তর লিখেছি যা আপনাকে শুধুমাত্র সমস্যার সমাধান করতেই সাহায্য করবে না বরং সমস্যাটি বিস্তারিতভাবে বুঝতেও সাহায্য করবে।

আমি আশা করি এই পোস্টটি পড়ার পরে, আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। যাইহোক, যদি এটি এখনও সেখানে থাকে তবে আপনি নির্দ্বিধায় আমাকে মন্তব্যে জানাতে পারেন। আমি আমার জ্ঞানের সবকিছু চেষ্টা করব যাতে আপনি এটি থেকে মুক্তি পেতে পারেন।

Leave a Comment