‘WB Institute’ এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৪ পার্ট ১ ( Model Activity Task Class 4 Part 1) – এর গনিত (Math) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।
আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Mode Activity Task) জমা দেবে।
Table of Contents
জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ ( চতুর্থ শ্রেণী )
বিষয় – গণিত
পূর্ণমান – ১৫
January Model Activity Task Class 4 Part 1 Answer
( গণিত )
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – (১ x ৩ = ৩)
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে ।
(a) ৭১
(b) ৬২
(c) ৫২
(d) ৫৩
(খ) ১, ২, ৩ সংখ্যা তিনটি দিয়ে গঠিত ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে—
(a) ৩
(b) ২
(c) ১
(d) ০
(গ) দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছােটো কাঁটাটি ৩ এবং ৪-এর ঘরের মাঝখানে এবং বড়াে কাঁটাটি ৬-এর ঘরে থাকলে, সময় হয়
(a) ৩টে
(b) ৪টে।
(c) ৬টা।
(d) ৩টে ৩০ মিনিট
২. সত্য/মিথ্যা লেখাে : (১x৩ = ৩)
(ক) যে বছর লিপইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৮।
(খ) একটি প্লেটে ৫টি এবং অপর একটি প্লেটে ৩টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে ৮টি।
(গ) ২০৩ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় দুই শতক শূন্য দশক তিন একক।
৩. সমাধান করো : (১ x ৩ = ৩)
ছবিটিতে, বক্ররেখার সংখ্যা ________ ।
সরলরেখাংশের সংখ্যা ________ ।
ত্রিভুজের সংখ্যা ________ ।
ছবিটিতে, বক্ররেখার সংখ্যা ৪ টি ।
সরলরেখাংশের সংখ্যা ১৭ টি ।
ত্রিভুজের সংখ্যা ৩ টি ।
৪. নীচের অঙ্কটি করো : (৩ x ২ = ৬)
(ক) যােগ করাে :
(খ) ভাগ করাে : ৪০৫ ÷ ৪, ভাগ করে ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ লেখাে।
প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র- ছাত্রীরা উপরের February Class 4 Model Activity Task Part 1 এর সম্পূর্ণ ভাবে প্রশ্ন-উত্তর সহ আলোচনা করা হয়েছে। আশা রাখছি তোমাদের বা আপনাদের অনেকখানি সহায়তা করতে পেরেছি। পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে তাদের সহায়তা করো বা করুন।