Class 5 Math Model Activity Task Solution Part 1 January 2022

‘WB Institute’  এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রন। আমরা এই পর্বে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ পার্ট ১ ( Model Activity Task Class 5 Part 1) – এর গণিত (Health And Physical Education) এই বিষয়ের প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। 

আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীরা,
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নির্ধারিত পাঠ্যসূচিকে ভিত্তি করে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি তৈরি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বিদ্যালয় আপাতত বন্ধ রয়েছে। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক (Model Activity Task) জমা দেবে। কোন অবস্থাতেই তারা যেন বাড়ির বাইরে না বের হয় ।

তাই তোমাদের সুবিধার জন্য অতি সহজ ও সরলভাবে প্রশ্ন-উত্তরের সেট সাজানো হয়েছে। আশা করছি তোমাদের অনেখানি সমস্যা সমাধান করেতে পারবো।

Table of Contents

জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ (পঞ্চম শ্রেণী )

বিষয় – গণিত

পূর্ণমান – ১৫


January Model Activity Task Class 5 Part 1 Answer

( গণিত )

নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে –   (১ x ৩ = ৩)

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

(ক) ৩১৮ সংখ্যাটিতে –

(a) এককের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের ৩ গুণ

(b) শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে ৩ বেশি 

(c) শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের ৮ গুণ

(d) এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে ৫ বেশি 

খ) ৫২০৩ সংখ্যাটিতে ০-এর স্থানীয় মান –

(a) ০

(b) ১০

(c) ১০০ 

(d) ১০০০

(গ) ১৩২ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবাে–

(a) ২টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড 

(b) ৩টে ১-এর কার্ড, ১টি ১০ কার্ড ২টি ১০০-এর কার্ড 

(c) ৩টি ১০০-এর কার্ড, ২টি ১০-এর কার্ড ১টি ১-এর কার্ড 

(d) ১টি ১০০-এর কার্ড, ৩টি ১০-এর কার্ড, ২টি ১-এর কার্ড

২. সত্য/মিথ্যা লেখাে : (১x৩ = ৩)

(ক) ৩৯৯ সংখ্যাটির ১ বেশি সংখ্যাটি ৪ অঙ্কবিশিষ্ট। 

(খ) ২৭ সংখ্যাটিকে, ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষটি ভাজক থেকে ২ কম হবে।

(গ) ২-এর গুণিতক সর্বদা ৩ দ্বারা বিভাজ্য। 

৩. স্তম্ভ মেলাও (যে কোনাে তিনটি) :  (১x৩ = ৩)

৪. (ক) (৩x২ = ৬)

৬-এর গুণনীয়কগুলি → ← ৪-এরগুণনীয়কগুলি

৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি

চিত্রে ২টি বৃত্তের মধ্যে ৬ ও ৪-এর গুণনীয়কগুলি বসাও এবং ২টি বৃত্তের সাধারণ জায়গাটিতে ৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি বসাও। 

৬-এর গুণনীয়কগুলি হলো = ১, ২,৩,৬
৪-এর গুণনীয়কগুলি হলো = ১, ২, ৪
৬ ও ৪-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলি হলো = ১ ও ২

৬-এর গুণনীয়কগুলি →  ৪-এরগুণনীয়কগুলি

৬ ও ৪-এর সাধারণ গুণনীয়কগুলি

(খ) একজন কৃষক তার মােট জমির ২/৫ অংশে ধান, ৭/১৫ অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মােট কত অংশ ব্যবহার করেছেন।

আমরা কি আপনার পরিস্থিতির সমাধান করেছি – নাকি আপনি অন্য কিছু ব্যবস্থা অনুসরণ করছেন? আমাদের অবশ্যই জানাবেন। আপনি সমস্যার অন্য সমাধান আছে? নীচের মন্তব্যে এটি সম্পর্কে আমাদের জানাতে ভুলবেন না!

Leave a Comment